অনেকটা পথ পিছনে ফেলে এসেছি। আরও অনেকটা পথ যেতে হবে। চিটগাং যাচ্ছি / চিটাগাং যাব / চিটাগং যেতে হবে। মন ভালো হয়ে যায়। জীবনের সবচেয়ে মধুর সময় গুলি চিটাগাং জমা রেখে এসেছি। শুধু একটা উসিলা পেলেই ছুটে চলি হারানো আপন মানুষের কাছে। আমার এই চিটাগাং প্রিতি বউ এর কাছে অসহ্য। সারাফের বাবা, বারবার কেন চিটাগাং যাও? কে আছে চিটাগাং এ? ইংগিত টা ভালো না। বললাম আমি ডায়াবেটিসের রুগী। বয়স হয়ে গেছে। ইদানিং ছোট ভাই বোনেরা পীর সাহেব বলে ডাকে।
এই বুড়া বয়সে তুমি ছাড়া আর কেউ নাই। পীর সাহেব বলে ডাকে মানে? তার মানে তুমি পীর? এই ব্যবসা কবে ধরলে? আমি এখুনি খালা আর রনি কে জানাবো। আমি বললাম, ছোট/ছোট ভাই বোন আদর করে পীর বলে। অসহ্য সারাফের বাবা। আমি বুজতে পেরেছি। লজ্জা করে না তোমার বুড়া বয়সে face book নিয়ে পরে থাকো। আহল্লাদ, আমাকে পীর সাহেব বলে। পাকনা বেটি আমার জিজ্ঞাসা করলো, বাবা পীর সাহেব কী? বললাম আল্লাহ ওয়ালা মানুষ মা। খবরদার সারাফের বাবা।
একটু সহজ হও সারাফের মা। সামনে বড় আয়োজন করতে হবে। সবাই একসাথে বসবো। তাহলে বললে যে পীর সাহেব বলে। আরে ভাই আমার বংশে কোন পীর নাই। আমি কাজ করে খাই। নিরুর সাথে কথা বলে দেখো। নিরু তোমার মত বদ। তাহলে নাজমুল? ঠিক আছে আমি নাজমুল ভাই এর সাথে কথা বলবো। আল্লাহ তুমি নাজমুল কে হায়াত দারাজ করো। আমিন।
No comments:
Post a Comment