Sunday, November 1, 2015

আমার নিরু ভাই



নিরু ভাই কে প্রথম দেখি নাজমুল ভাইদের বাসায়। নিরু ভাইয়ার কথা বলার স্ট্যাইল, ড্রেস হাটা চলা ফেরা সব কিছুই আলাদা । দূর থেকেই নিরু ভাই কে চেনা যায়। নিরু ভাই ব্যাডমিন্টন খেলতো । জসিম ভাই এর সাথে জুটি বেধে অনেক ট্যুরনামেন্ট খেলেছে ।ওনার রেকেট ধরার স্ট্যাইল টা ছিল অসাধারন। আমি অনেকবার ট্রাই করে ব্যার্থ হয়েছি সত্যি বলতে আমি অনেক বড় ভাই কে অনেকবার ফলো করার চেষ্টা করেছি কিন্তু সাক্সেস হইনি । রেকেট ধরার স্ট্যাইল টা ফলো করতে গিয়ে "উশটা" খেয়েছি । তৌফিক প্রায় এইটা নিয়ে ক্ষেপাতো । সবাই নিরু ভাই হতে পারে না, নিরু ভাই একজনি হয়।

লুঙী ও ডাব....



ডাব অপারেশনে লুঙীর অবদান অনস্বীকার্য। কি কারনে এ বক্তব্য তা এক্ষুনি বলছি।

আমরা মোটামুটি ছোট ছোট ডাব গাছ বেছে বেছে অপারেশন চালাতাম। ছোট গাছ থেকে ডাব ফেললে ডাব মাটিতে পড়ে ফেটে নষ্ট হতোনা বা ফাটলেও খুব কম পরিমান। আমাদের স্কুলের ডাব গাছ গুলা ছিলো অনেক লম্বা, তাই সহজে ওখানে অপারেশন চালাতামনা।