Wednesday, November 4, 2015

একাকী পথ

- Masudul Hasan

একাকী পথ
.............
তুমি যদি আমার পথে
হেটে চল একাকী
সঙ্গী হব তোমার সাথে
কথা হবে চুপি চুপি।
তোমার হাতে হাত রেখে
চলে যাব বহুদূর
গাইতে গাইতে গায়েন হব
শুনবে তখন আমারই সুর।