Friday, January 29, 2016

CSM Theme Song

শিরোনামঃ- সি এস এম থীম সং
কথা ও সুরঃ- এইচ. এম. এ আলম সুজন
শিল্পীঃ-এইচ. এম. এ আলম সুজন
সংগীত আয়োজনঃ- এইন্ডস ক্রিয়েশন

ছোট বড় খাল বিল মনের স্টীল মিল
কিভাবে ভুলে থাকি বলো
স্মৃতির পাতায় পাতায় মিশে আছে
ভাবলেই চোখে আসে আলো

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।

বর্ষার পানিতে ফুটবল খেলা
আনন্দে উৎসবে কেটে যায় বেলা
রেখে এলাম পরিশেষে রয়ে গেলো স্মৃতি
পারবো না জেনে আমি ভুলে থাকার ভীতি

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।

ডাব চুরি পেঁপে চুরি
কত মেয়ের মন চুরি
মনে কত দোলা দেয়
তাস খেলা মার্বেল সাতচারা লুকোচুরি
কিভাবে আড়ালে রাখি বলো।

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।

শীতকালে শুরু হত পিকনিকের মজা
জ্যাকসনের গান শুনে উলটা পালটা নাচা
রেখে এলাম পরিশেষে...
পারবোনা জেনে আমি......।

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।

বার্ষিক খেলা আর স্কুলের ফাংশান
কতটা ভাবিয়ে বেড়ায়
টাংকির নিচে আড্ডার জাংশান
নস্টালজিক হয়ে যায় সবাই
কিভাবে ফাঁকি দেই সাত্তার স্টোর
স্বপ্নের আড়ালে কাটে না ঘোর
নামটা ভুলি নি মনে পড়ে আজও
মনের গভিরে স্মৃতি তোমার মত সাজো

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।

মাতাল করা সেই জেক্সের আড্ডা
কিভাবে কেটে যায় অর্ধেক রাতটা
সময় গড়িয়ে আজ মেতেছি আমরা
সি এস এম এর গ্র্যান্ড আড্ডায়

হাই সি এস এম
হ্যালো সি এস এম
আমাদের সি এস এম
প্রানের সি এস এম ।।