Friday, December 11, 2015

বিব্রত কর মুহুর্ত


ভার্সিটিতে আমাদের ৮ জনের একটা গ্রুপ ছিল । তার মধ্যে আমার আর কাইয়ুমের জিএফ ছিল না । এই নিয়ে আমাদের প্রায় ক্ষেপাতো চৈতি আর সুবর্না । কাইয়ুম হঠাত করে আমারে টেনে নিয়ে যায় ডিপার্টমেন্টের ছাদে।

মামা আগুন তো লাইগা গেছে ?
কই?
আমার বুকে রে মাম্মা । পরীর মতো একজন রে দেখলাম উড়ে উড়ে আসছে । আমি অনেক্ষন ফলো করে বোটানি ডিপার্ট মেন্টের কাছে গিয়ে হারিয়ে ফেললাম । হা হুতাশ করেই চলেছে কাইয়ুম
আমি কি করবো তাহলে ?
তুই আমার সাথে বোটানি ডিপার্টমেন্টে যাবি ।

পারেও শালারা


পারেও শালারা। এই নাক বুচা জাতিরা জুয়া আর ওয়াইন নিয়ে যেখানে/সেখানে আসর বসাতে পারে। কোরিয়া থেকে ব্যাংকক যাচ্ছি। ব্যাংকক ৪দিন থেকে বাংলাদেশে চলে আসবো।বহু বছর আগের কথা। আমার সাথে বাসাবোর ইসলাম। থাই এয়ারলাইন্স। ফ্লাইট আকাশে উঠার ৩০ মিনিট পর ব্যাংককের কিছু যাত্রি playing cards নিয়ে খেলতে বসে গেলো। আমার অস্থিরতা সুরু হলো। কি করা যায়? ইসলামের দিকে তাকালাম। ইসলাম বুজে গেলো আমার মতি/গতি খারাপ। ভাই আপনের পায়ে ধরি। আমি সিট বেল্ট খুলে আস্তে আস্তে উঠতে লাগলাম। ভাই যদি হারেন তাইলে আপনেরে আমি ব্যাংকক ফালাই থুইয়া যামুগা।