পল্লি কবি Jashim Uddin (ভাই) & বিদ্রোহী কবি কাজী Nazrul ইসলাম (ভাই) এর ডাকে সাড়া দিয়ে আকাশে Chand (bubu) উঠেছে। তারমানে আড্ডার দিন ঘনিয়ে আসছে। আড্ডা মানেই তো খাওয়া আর খাওয়া , শুরুতেই খাসির Rezala । খাওয়া নিয়ে কিছু @কমু ( ভাই) । আপনি যে Manush এইটা মনে রাখবেন নয়তো ব্লাড প্রেসার হুহু করে বেড়ে যাবে । খেতে নিষেধ করছিনা কিন্তু রয়ে সয়ে Khan.
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।