Tuesday, May 24, 2016

কিছু দিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম মোটামুটি চিন্তা করছিলাম ঈদের আগে আর বাড়ি যামু না


কিছু দিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম মোটামুটি চিন্তা করছিলাম ঈদের আগে আর বাড়ি যামু না যদি পারি রমজানে মাঝে ১/২দিনের জন্য ঘুরে আসবো, উপর ওয়ালা তখন গত শবেবরাতে আমার ভাগ্যে কি লিখে রাখছে আমি কি জানি নাকি?এবারে ভাগ্য লিখার ৬ ঘনটা আগে হঠাৎ বাড়ি থেকে ফোন বাড়ি থেকে সহজে আমাকে ফোন দেয় না কারণ দিনে কয়েকবার মা বোন বউ এর সাথে আলাপ হয়, বেশি দরকার হলে তারা ফোন দেয় এশার নামাজের ঠিক আগ মুহুতে সরাসরি ফোন ফোন রিসিভ করার পর ঐ প্রান্তথেকে কযেক লাইন এর কয়েক টি কথা শুনে বুকটা হাহাকার করে উঠলো কি জানি বুক থেকে খালি হয়ে গেলো,বাবা মারা যাওয়ার পর ঐ রকম হয়েছিল, বাবা পর মা তারপর শশুড় এই তিন জন মুরব্বীই আমার অতি প্রিয় মুখগুলি ছিল, বাবা মার পর এই শশুড়ই আমার খবরাখবর নিতো সব সময়, বাবা মারা গেলো একসময় এখন মারা গেলো শশুড়,ঠিক মতো নামাজ না পড়ে রাতে ই রওয়ানা দিয়েদিলাম ভোরে পৌছে সোজা শশুড় বাড়ী ফেনি, সকাল ১১টায় জানাজা সকাল থেকে লোকজন আসা শুরু এতো লোকজন জানাজায় অংশ গ্রহন করলো আমি তো অবাক সবার মুখে মুখে তখন এক কথা খুবই ভালো মানুষ ছিল তিনি মন টা ভরে গেলো ভালোলাগায়,আল্লাহ তাকে যেন জান্নাত বাসী করে সবাই ঔনার জন্য দোয়া করিয়েন আমিন