Sunday, November 1, 2015

আমার নিরু ভাই



নিরু ভাই কে প্রথম দেখি নাজমুল ভাইদের বাসায়। নিরু ভাইয়ার কথা বলার স্ট্যাইল, ড্রেস হাটা চলা ফেরা সব কিছুই আলাদা । দূর থেকেই নিরু ভাই কে চেনা যায়। নিরু ভাই ব্যাডমিন্টন খেলতো । জসিম ভাই এর সাথে জুটি বেধে অনেক ট্যুরনামেন্ট খেলেছে ।ওনার রেকেট ধরার স্ট্যাইল টা ছিল অসাধারন। আমি অনেকবার ট্রাই করে ব্যার্থ হয়েছি সত্যি বলতে আমি অনেক বড় ভাই কে অনেকবার ফলো করার চেষ্টা করেছি কিন্তু সাক্সেস হইনি । রেকেট ধরার স্ট্যাইল টা ফলো করতে গিয়ে "উশটা" খেয়েছি । তৌফিক প্রায় এইটা নিয়ে ক্ষেপাতো । সবাই নিরু ভাই হতে পারে না, নিরু ভাই একজনি হয়।


নিরু ভাইয়ার অসুস্থ হয়ে যাওয়ার নিউজ টা পেয়ে ধাক্কা খেলাম। কিডনি তে রিং পরানোর সময় দেখা করার চেষ্টা করেছি কিন্তু কর্পোরেট লাইফে একবার ঢুকে গেলে আর পার্সোনাল লাইফে ফিরে আসা যায়না। আমিও আটকে যাই ।

যাই হোক নিরু ভাই সুস্থ হয়ে ফিরে এসেছে। শিজ্ঞির আরো কয়েকটা রিং পরাতে হবে। নিরু ভাই এর আত্ববিশ্বাস দেখে আমি স্যালুট না দিয়ে পারছিনা। সত্যি নিরু ভাই আপনি অসাধারন।একটু আগে আমাকে কবিতা আবৃতি করে শুনালেন ,
আমি তন্ময় হয়ে রইলাম
আমি যেন ষ্টিল মিলের হুইসাল শুনতে পেলাম
শুনতে পেলাম তৌফিক/বাবু দের কণ্ঠ
নিরু ভাই এর কন্ঠ আমাকে ৯৬ এর ৩১শে ডিসেম্বরে নিয়ে গেলো
সে দিন ছিল কলোনীকে বিদায় জানানোর মুহুর্ত
সত্যি কি পেরেছি বিদায় দিতে?
কখনোই না , কোনভাবেই না
নীরুভাই এই মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে , উনি মন ভালো দেয়ার ক্ষমতা নিয়ে জন্মেছে, কত মেয়ে যে ক্রাশ খেয়েছে হিসেব নেই এইটা নিরু ভাই নিজেই বললেন

পুরান প্রেমের কথা বলার সাহস কত জনের আছে ?কত জন পারে এখনো নিজেরে ফিট বলতে? এই আত্ববিশ্বাস টুকু আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেন নিরু ভাই। এই রকম স্ট্যাইলিষ্ট সুপার ম্যান কে ভালো না বেসে থাকা যায় না। প্রার্থনা করি পরের অপারেশন টুকুও সামলে আমাদের কে আনন্দের সাগরে ভাসিয়ে দিবেন । দেখা হবে আমাদের চট্রগ্রামের আড্ডায় । আমি ষ্টিলারদের পালস টা অনুভব করতে শুরু করেছি, নিরুভাই আমাকে এই পালস টা ধরিয়ে দিয়েছেন ।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss