বলেছিলাম খুব তারাতারি কিছু লিখব, কিন্তু তারপরও দেরি হয়ে গেল। আসলে আমরা বাস্তবতার কাছে বড়ই অসহায়। তাই টাইম এর সাথে দৌউরে পারি না...। তারপর ও কছছপের মত এগিয়ে যাই...যদি জীবন সহাস্নে কিছু মিলে যায়। বহু প্রতিখখার পর এমন আবার আমাদের প্রানের মিলন মেলা CSM কে খুজে পেয়েছি তার জন্য মহান আল্লাহর কাছে জানাই শুকরিয়া। অল্প কয়েক দিন হল আমরা আমাদের মিলন মেলা জমিয়েছি আবার সেই কর্ণফুলী নদীর পাশে আমাদের প্রান প্রিয় CSM Colony তে।
মজা করার জন্য এই লিখাটা লিখতে বসেছিলাম কিন্তু কখনো কখনো আমার মনে হয়েছে এটা কি শুধু আমাদের কলোনি ছিল নাকি আমাদের জন্য ছিল সব কিছুই... যেখানে কোন কিছুর জন্যই কার কাছে যাওয়া লাগত না। আমরা CSM ই ছিলাম ১০০ তে ১১০। যাক বেশি ইমশোনাল হয়ে লাভ নাই কারন আমি আগেই বলেছি আমরা বাস্তবতার কাছে বড়ই অসহায়।
আমরা ফেসবুক এর কল্যাণে আবার যখন CSM পেয়েছি তখন নতুন করে কিছু character ও পেয়েছি। যদিও তারা আগে ও ছিল বাট এখন তারা ডিজিটাল character। বলতে পারেন পুরাতন জিনিস নতুন মোড়কে... তেমনি আমাদের প্রিয় character গুলু যেমন পির বাবা, বুবু...প্যাচ মারার উস্তাদ নিয়াজ...বহু বিবাহকারি শাহিন ভাই ......ইত্যাদি। (মাইন্ড খাইলে কিছু করার নাই)
এই কয়েক দিনের মেলা থেকে কিছু পার্থক্য মাথায় ঘুর পাক খাছিছল... তাই লিখে ফেললাম.........
( সেকাল vs একাল )
১) আগে কত সুন্দর- দিন কাটাইতাম আমরা...। আগে কত সুন্দর- দিন কাটাইতাম (গানের সুরে পরলে ভাল লাগবে)
১) এখন ও সুন্দর দিন কাটাই কিন্তু রাতে ও ঘুম নাই।
২) ট্যাঙ্কি বা বড় মাঠ কিংবা পুকুর পার যেখানেই থাকতাম দিন এর বেশির ভাগ সময় ওই খানেই চলে যেত।
২) এখন প্রতি সেকেন্ডে মনে হয় সারা দুনিয়া ঘুরে বেরাই। কিন্তু পরোক্ষোনেই আবার কলোনিতে ফিরে আসি। কি মজা কি মজা......।
৩) বড়দের দেখলে সালাম অ্যান্ড কুশল বিনিময় সাথে কিছু হাসি ও বিনিময় (ফ্রিতে)...।
৩) এখন ও আগের মেনার follow হয় কিন্তু কে কারে কিভাবে বাঁশ দিবে সেটা ও ভুলে না, ছোট কি বা বড় কেহই কম যাই না। (ডিজিটাল মেনার)
৪) আগে শুধু বড় ভাই দের নেত্তৃত্তে মিটিং মিছিল হত...এই যেমন জসিম ভাই...।
৪) এখন আমাদের বড় আপারাও সমান কাতারে চলে এসেছে...।। স্যালুট জানাই আপনাদের কে।। specially আমাদের সবার বুবু চাঁদ সুলতানা বুবুকে......।
৫) হরতাল পালন হত খুব ঢিলে ঢালা ভাবে......।।
৫) আর এখন অরে বাবা... পুরা জ্বালাও পুড়াও অবস্থা.......।
৬) আগে কলোনিতে চলতাম SSC batch অনুসারে (বেশির ভাগ খেত্রে)
৬) আর এখন batch একটাই সেটা হল CSM Colony...... সেজন্য সকলকে ধন্যবাদ।
৭) বহু মজার মজার character ছিল। যেমন বহুল আলোচিত কুরবান আলি, মকাদ্দেস ভাই, আমির আলি, কু...... সহ আরও অনেকে...।।
৭) আর এখন সেসব শুধুই দূর আকাশের অনেক তারার মাঝে কয়েকটি তারা...দেখি কিন্তু ছুয়ে দেখতে পারি না...।
যাক তারপরও খুব বেশি গুসিয়ে লিখতে পারি নাই মানে হইসে ভাল কোন বাঁশ খুজে পাই নাই। যদি কেও আর ও ভাল কিছু পান তাহলে স্বাগতম।
(বি দঃ) যখন এই পোস্ট আপলোড করছি তখন আমার এখানে সকাল...মানে রাতে বাসায় এসে এই লিখাটা লিখেছি। ঘুমাতে গেলাম.........।।
Stockholm, Sweden
V.1.1
No comments:
Post a Comment