Sunday, September 20, 2015

জরুরী বিজ্ঞপ্তি


জরুরী বিজ্ঞপ্তি
আসন্ন কোরবানিরকে সামনে রেখে আমাদের দু’জন সদস্য মহা ধরা খাইয়াছে। যাহারা নিজেরা গরু খাইতে পারিবে না বলিয়া গরুর গোস্ত সম্পর্কে নানা রকম কুৎসা রটাইতেছে এবং গোস্ত না খাওয়ার জন্য নানা রকম উপদেশ দিয়া বেড়াইতেছে। ইহাদের একজন হইতেছে নীরু এবং অপরজন হইতেছে শিমু। এইরূপ মানুষদের থেকে সকলেই সতর্ক থাকুন। তাহাদের এহেন ষড়যন্ত যেহেতু ধরা খাইয়া গিয়াছে তাই এর পুরস্কার স্বরূপ নিম্নে উল্লেখিত প্রাণীটি তাহাদের দু’জনকে দেওয়া হইল যাহাতে তাহারা ভবিষতে এরূপ কাজ হইতে বিরত থাকে।
পুন: তাহাদের উভয়কে কার্গো বিমানে করিয়া প্রণীটি নিয়ে যাওয়ার জন্য বলা হইলো। অন্যথায়.......এই প্রানী তাহাদেরকে গুতাইলে আমি দায়ী নই...............আমিন..

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss