- Anisur Rahman Reza
আজ বিকাল ৫টায় আমরা সবাই নিরু এবং জসিম এর অফিসে মিলিত হই।এইটাই ছিল আমাদের সি এস এম কলোনী গ্রুপ এর প্রথম আড্ডা ।আজকের আড্ডাটি ছিলো একান্তই আমাদের বন্ধু আহসানুল হক তারিক কে নিয়ে।এখানে আমরা যারা , সি এস এম কলোনীর হয়ে উপস্থিত ছিলাম একটি বিষয় সবাই একমত তারিক এর জন্য কিছু একটা করতে হবে।সবার মত অনুযায়ী তারিক এর জন্য আগামী ০৬/০৯/২০১৫ তারিখে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে।তারিক এর জন্য আমরা ৯ সদস্যের একটি মনিটরিং গ্রুপ করেছি। নিন্মে তাহাদের নাম দেয়া হইলো ঃ
আজ বিকাল ৫টায় আমরা সবাই নিরু এবং জসিম এর অফিসে মিলিত হই।এইটাই ছিল আমাদের সি এস এম কলোনী গ্রুপ এর প্রথম আড্ডা ।আজকের আড্ডাটি ছিলো একান্তই আমাদের বন্ধু আহসানুল হক তারিক কে নিয়ে।এখানে আমরা যারা , সি এস এম কলোনীর হয়ে উপস্থিত ছিলাম একটি বিষয় সবাই একমত তারিক এর জন্য কিছু একটা করতে হবে।সবার মত অনুযায়ী তারিক এর জন্য আগামী ০৬/০৯/২০১৫ তারিখে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে।তারিক এর জন্য আমরা ৯ সদস্যের একটি মনিটরিং গ্রুপ করেছি। নিন্মে তাহাদের নাম দেয়া হইলো ঃ
১) আনিসুর রহমান রেজা (ব্যাচ ১৯৮৪ , ০১৭১১৬৬৩৪৭৫)
২) মাসুক ই এলাহী ( ব্যাচ ১৯৮৫ , ০১৮১৫৬১৯০০০)
৩) নাজমুল হুদা ( ব্যাচ ১৯৮৬ , ০১৭১১৮৭৮৩৬২)
৪) মাইনুদ্দিন আহমেদ সিদ্দিকী টিটু (ব্যাচ ১৯৮৬ , ০১৭১৬৩১২৬১৯)
৫) কমর উদ্দিন কমু (ব্যাচ ১৯৮৯ , ০১৮১৯৬৩৬৩২১)
৬) আতিক উল্লাহ আতিক (ব্যাচ ১৯৯১ , ০১৭১৪১৬১৪০০)
৭)শেখ মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু (ব্যাচ ১৯৯৩ , ০১৮১৯৩১২৩৭২)
৮) মোঃ নজরুল ইসলাম টিঙ্কু (ব্যাচ ১৯৯৫ , ০১৯১১২০৬৮৩৯)
৯) মোঃ মাহমুদুর রশীদ পুলক (ব্যাচ ১৯৯৬ , ০১৭১৩১৪৬১২৩)
অ্যাকাউন্ট নাম্বার টি আগামী ০৭/০৯/২০১৫ তারিখে ফেচবুকের মাধ্যমে সি এস এম কলোনী গ্রুপ কে অ্যাকাউন্ট হোল্ডার এর নাম সহ জানানো হবে। পরবরতি কারজাবলী অ্যাকাউন্ট খোলার পর জানানো হবে।
গুড লাক সি এস এম গ্রুপ।
No comments:
Post a Comment