Monday, July 25, 2016

দু'দিন আগে মোর জুটির পিছনের গল্প সংক্ষেপে বলিয়াছিলাম


দু'দিন আগে মোর জুটির পিছনের গল্প সংক্ষেপে বলিয়াছিলাম।এখানে দুষ্টু কয়েকজন ছোট ভাই আছে।তাহারা যেখানে কিছু দেখিবে, সেখানে খুজিয়া দেখিবে, যদি কিছু পাওয়া যায় মন্দ কি!কিছুক্ষন আনন্দ পাইলাম তাতে ক্ষতি কি!কিন্তু মজা পাওয়ার তেমন কিছু আর নাই তাই লিখিলাম না।মামুন পরে একটি প্রসংশনীয় উদ্যোগ নিয়াছে 'সি এস এম জুটি'(স্বইচ্ছায় /অভিভাবকের ইচ্ছায়)।সকলকে দেখিতে ভালই লাগিতেছে।তবে যাহারা সি এস এম এর বাহিরে জুটিবদ্ধ হইয়াছেন উনারাও উনাদের ছবি দিলে ভাল লাগিবে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss