বেয়ারিং দিয়ে কাঠের এইরকম বানানো গাড়ি প্রথম দেখেছিলাম ক্লাস সিক্স/সেভেন এ থাকতে বিএইচ১ এর তৃতীয় তলায় রুবেলের মামার কাছে। সে গাড়িতে বসে আর আমি তাকে পিছন দিক থেকে ঠেলতে থাকি।এক সময় আমিও বসে চালালাম।পরবর্তিতে আমিও বিয়ারিং জোগার করে বানালাম এক গাড়ি।বিল্ডিং এর করিডোরে কত খেলা, পিছন থেকে বেশী ঠেলা দেওয়াতে হাত স্টিয়ারিং এর নিচে পড়ে কত হাত ছিঁড়েছি ।।
শৈশবের আরেকটা খেলা ছিল লোহার শিক কে নিচের দিকে বাঁকিয়ে ছোট গাড়ির চাকার টায়ার দিয়ে খেলা।শিকের বাঁকানো অংশে টায়ার দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।বিএইচ১ এর নিচের এবং ৩ তলায় এই খেলা খেলতাম , মাঝে মাঝে রাস্তায় যেতাম।অনেকে আবার টায়ার এর পরিবর্তে লোহার রিং ব্যাবহার করত, ওইটাতেও একটা সুন্দর আওয়াজো হতো।
শীতকালে দেশের বার্ষিক পরীক্ষার পর বাড়িতে বেড়াতে গেলে বড় গাছের বড় পাতা ওয়ালা ডাল ভেঙ্গে, ডালের চওড়া অংশে বসতাম আর আরেকজন সরু অংশ ধরে টানতো।খুবই মজার খেলা ছিল।।



No comments:
Post a Comment