- Atiq CSM
মনে পড়ে অতীতের সেই কথা
যা ছিল স্বপ্নে গাঁথা
মনে পড়ে অতীতের সেই দিন
যা ছিল ভাবনায়রত
মনে পড়ে অতীতের সেই গান
যা ছিল সুখে দু:খে অবরত
মনে পড়ে অতীতের সেই ফাল্গুন
যা ছিল বাতাসে মুখরিত
মনে পড়ে হারানো সেই স্মৃতিটা
যা ছিল পাখির ডানার মত
মনে পড়ে অতীতের সেই প্রহরটা
যা করেছিল হতাহত
জীবনের শেষ সুখটা
মনে পড়ে অতীতের সেই কথা
যা ছিল স্বপ্নে গাঁথা
মনে পড়ে অতীতের সেই দিন
যা ছিল ভাবনায়রত
মনে পড়ে অতীতের সেই গান
যা ছিল সুখে দু:খে অবরত
মনে পড়ে অতীতের সেই ফাল্গুন
যা ছিল বাতাসে মুখরিত
মনে পড়ে হারানো সেই স্মৃতিটা
যা ছিল পাখির ডানার মত
মনে পড়ে অতীতের সেই প্রহরটা
যা করেছিল হতাহত
জীবনের শেষ সুখটা
No comments:
Post a Comment