Thursday, January 14, 2016

আমরা যারা এই পেজের সাথে আছি তারা সকলে আপ্রাণ চেষ্টা করেছি


আগামী ২৯/১/১৬ আমরা সিএসএম কলোনীর সকল ভাই- বোন এক আড্ডায় মিলিত হতে যাচ্ছি।সেখানে আমাদের যাদের বাবা- মা, স্যার- আপা জীবিত আছে তারা ও আসবে ইনশাআল্লাহ।আমরা যারা এই পেজের সাথে আছি তারা সকলে আপ্রাণ চেষ্টা করেছি সকলকে আমাদের এই আড্ডায় আনার,তারপর ও যদি কেউ বাদ পরে বা কারও কাছে যদি খবর না পৌঁছে, তাহলে আমরা ছোট- বড় ভাই - বোনরা তাহাদের নিকট ক্ষমাপ্রার্থী।আর আমদের কারণে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা ক্ষমাচাচ্ছি।


এই পেজে অনেকে আগের মত মজা পাচ্ছে না বলে বলছে,তাই তাদেরকে একটা কথা জানাচ্ছি, এখন সবাই আড্ডা কি ভাবে সুন্দর হয়,সে কাজ করে যাচ্ছে।আমরা এই পেজের মাধ্যমে এক হয়েছি,আমাদের এই বন্ধন যাতে অটুট থাকে,তা আমার সকল ভাই- বোনের নিকট আবেদন। আমরা এখানে মজা করব,বকাজকা করব,পচাঁবো,আবার একএে আড্ডা দিব,কারো বিপদেআপদে এগিয়ে যাব এই আমাদের লক্ষ।আর আমরা এখানে একজন আরএকজনকে তার প্র্যাপ্য সন্মার্ন দিব,ইনশাআল্লাহ আমাদের আড্ডা হবে সেই রকম।আর এখানে কেউ নিজেকে ছোট করে দেখবেন না।কারণ এখানে আমরা সকলে আমরা আমরাইতো।আমাদের আড্ডা সফল করার জন্য সকল ভাই- বোনের একান্ত সহযোগীতা কামনা করছি।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss