Thursday, January 14, 2016

তোমার ভালোবাসার চারাগাছটা বাড়েনা কেন?

- Javed


তোমার ভালোবাসার চারাগাছটা বাড়েনা কেন?
আমিতো নিয়ম করে জল দেই,
প্রেমের স্বল্পতা দেখতে পেলে
অকৃপনভাবে দেই প্রনয়ের সার।
মাঝে মাঝে দক্ষ মালির মতো
ছেঁটে দেই অপ্রেমের ডালপালা,
উপড়ে ফেলি সন্দেহের আগাছা
তবু তোমার ভালোবাসার চারাগাছ বাড়েনা কেন?
এদিকে আমার ভিতরের গাছটা তরতর করে কেবল বাড়ছে।
সেদিনের সেই ছোট্ট গাছটা
বাড়তে বাড়তে আজ মহীরুহ।
গভির থেকে গভিরে ছড়িয়ে দিচ্ছে শেকড়।
বেড়ে উঠো গাছ,
ঝড় বাতাসে, আগুনে, ভাঙ্গনে
একসাথে থাকি।
এক মাটিতে,
এক সূর্যতলে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss