ফিরে চল মাটির টানে। এখানে আমরা আমরাইতো।আজ আমি সবার যে ভালবাসা ও সহযোগীতা পেয়েছি তা যেন সবার জন্য অটুট থাকে।আমার বস জিয়া ভাইয়ের ব্যাপারে আমি আর কি বলবো,যা বলার রিপন ভাই পোস্টে বলেছে,এবং সব ভাই বোনেরা সেখানে বসকে তার প্র্যাপ্য সন্মর্ন দেওয়ার চেষ্টা করেছে।
গতকাল রিনি ছোট বোন রাতে ফোন করে খবর নিল ও বলল ভাইয়া বেশী ব্যাস্ত ছিলাম তাই খবরটা সময় মত দেখতে পারি নাই।তারপরও আমার বোনটিকে অভিনন্দন।
আমরা যদি সকলে এই বন্ধন ধরে রাখি তাহলে সেটা আমাদের একটা বিশাল শক্তি।
আমি চাইবো আমরা আমাদের মান অভিমান ভূলে সবাই সবাই কে কাছে টেনে নি।
ডাক্তার রেস্টে থাকতে বলেছে তাই বসে বসে এই পোস্টি দিলাম।
সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন আমিন।
No comments:
Post a Comment