অফিস থেকে বাসায় ফিরলাম..
দৌড়ে এসে মেয়ে আমাকে অনেকগুলো স্টিকার দেখালো,এক পাশ করলে টম আর আরেক পাশ করলে জেরী।মেয়ে আমার চরম খুশী স্টিকার জমিয়ে।
জিজ্ঞাসা করলাম, মা'মনি কোথায় পেলে এতগুলো স্টিকার।
মেয়ের : চিপসের সাথে দিয়েছে, চিপস গুলো একদম মজা নাই।
আমি: মজা নাই তাও ওই পচা চিপস কেনো কিনেছো মা!!
মেয়ে : প্রতিদিন স্কুল থেকে আসতে চিপস কিনে স্টিকার টা নিয়ে চিপস আর খাইনা আম্মু'কে দিয়ে দেই।
মেয়ের মা : হুম, ওই পচা চিপস আমাকেই হজম করতে হচ্ছে এতদিন....
No comments:
Post a Comment