বহু বহু বছর আগে জনৈকার জীবনের প্রথম পাবলিক পরীক্ষার রেজাল্ট বের হলো, কিন্ত যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা র জন্য জনৈকা কে জনৈক আধ পাগলা বালকের পক্ষে তাৎক্ষণিক ভাবে অভিনন্দন জানানো সম্ভব হয়নি। তখন তো এত এতো টেকনোলোজি ছিলনা, সংগত কারনে অভিনন্দন বার্তা প্রেরণ করাও দু :সাধ্য ছিল। কিন্ত অবুঝ বালিকা এই যুক্তি আমলে না নিয়া জনৈক পাগল বালকের সাথে পুরো সাত দিন বাক্যালাপ স্থগিত রেখেছিল। পরবর্তী কালে এই স্থগিতাদেশ প্রত্যাহারে উক্ত পাগল বালক কে বহু তেল ও ঘি যুক্ত বাক্য ব্যয় করতে হয়।
আর এখন প্রযুক্তি র উৎকর্ষতায় পৃথিবী র এ প্রান্ত থেকে ও প্রান্তে নিমিষেই অভিনন্দন বার্তা সহ যে কোন বার্তা আদান প্রদান করা যায়।
No comments:
Post a Comment