কলোনিতে থাকতে একটা বয়স্ক লোক প্রায়ই সকলের বাসায় দশ-পনের টাকার বিনিময়ে এক বস্তা চাল পিঠে চড়িয়ে কলোনির এ মাথা থেকে ও মাথায় পৌছে দিত।।উনার ডান চোখে একটূ সমস্যাও ছিল।।ওনাকে দেখলে আমার খূব কষ্ট লাগতো।।প্রশ্ন জাগতো এই বয়সে ওনি এতোটা পরিশ্রম কিভাবে করেন!!!!!ওনার কি আপন বলতে কেউ নেই!!!!!
আজ ওনার কথা কেন যেন মনে হলো জানি না!!!!!আপনাদের কারো কি মনে আছে???
No comments:
Post a Comment