Wednesday, May 18, 2016

আজ দুপুরে বাসায় খাওয়ার তালিকা দেখে রিতীমত চমকে গেলাম


আজ দুপুরে বাসায় খাওয়ার তালিকা দেখে রিতীমত চমকে গেলাম, প্রত্যেকটা খাবারই আমার অনেক পছন্দের । যেমন ছিল- 
ভর্তা ( কাঁঠালের বিচির সাথে ছোট চিংড়ি মাছ), ইলিশ মাছ ভাজা, গরুর মাংস ( আলু সাথে একটু ঝোল ) , আর সাথে ছিল খিচুরী । 
আমি আমার বৌকে বললাম,আজ তো দেখি সব মজার খাবার রান্না করেছ ! 
বৌটা বলল- আজ দুপুরে তুমি বাসায় আছো আর বৃষ্টি পড়তেছে তাই এগুলো রান্না করছি । 
গুন গুন করে আরো বলে - মজা করে খেয়ে আবার ফেইসবুকে বসিও । ফেইসবুকে তোমার জন্যে কতজন অপেক্ষা করতেছে । সেইদিন পুলক ভাইয়ের বৌ বাসায় এসেছিল কিছু বলতে পারি নাই ঘর গোছানোর কারনে । আরেক বার দেখা হোক তারপরে আমরা দুইজন মিলে তোমাদের দুইজনের ফেইসবুক বন্দ করমু । 
মজার মজার খাবার হজম করার আগে এই ঝাড়ি গুলোও হজম করতে হলো , কেন যে বৌয়েরা ফেইসবুকের উপর এতো রাগে বা তারা কেন ফেইসবুককে সতীন মনে করে আজো বুঝতে পারলাম না ??
আমাদের সিএসএম পেজের বন্দ্বু অনেকেরই একই সমস্যা , গতকাল বন্দ্বু টিপুর সাথে দেখা হলো সেও একই সমস্যার কথা বললো । তার বৌ বাপের বাড়ীতে বেড়াতে গেছে , আসার জন্যে ফোন করলে বলে , কেন- তোমার ফেইসবুক আছে না ? তুমি একলা রইলা কই ? 
বৌয়েরা কি বুঝবে সিএসএম কলোনীর ভালবাসা ও এতো আন্তরিকতা ??
Mahmudur Rashid Pulak Tipu Chy

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss