Wednesday, May 25, 2016

আজ ট্রেনের টিকেট নিতে গেলাম


আজ ট্রেনের টিকেট নিতে গেলাম,রিপন ভাইয়ের কাছ থেকে,ভাই গতকালই শনিবারের টিকেট কেটে রেখেছিল চিটাগাং যাওয়ার।ধন্যবাদ জানাই ভাইকে।

সকলে যখন ফোন করলাম বলল তুই কখন আসবি, আমি বললাম গুলিস্তান নেমে ফোন দিব,তার আগেই ভাই ফোন দিয়ে বলল আমি ও রেজা (ভাই) ঢাকা মেডিকেল এ ইউনিট ২ তে আসছি তারিকের কেবিনের ব্যাবস্হা করা যায় কিনা তার জন্য।

আমি ও আমার সমন্দী গুলিস্তান নেমে ফোন দিলাম রিপন ভাইকে, বলল ইউনিট ২ তে চলে আয়।গিয়ে কিছুক্ষন পর রিপন ভাই ও রেজা ভাইকে পেলাম।রেজা ভাই একটা বকা দিল একা কেন আসছি,বললাম সমন্দী ও এসেছে তারপর রিপন ভাই টিকেট দিয়ে বলল বাড়ী চলে যা,আমাদের অনেক কাজ বাকী।আসলেই দেখলাম দুই বড় ভাই খুব দৌড়াদৌড়ি করছে তারেকের কেবিনের ব্যাবস্হা করার জন্য।ধন্যবাদ দিয়ে নয় আমি সেলুট জানাই ভাইদের।

তারপর যাদের সমালোচনা করার তারা ঠিকই করবে।কিন্তু আমার বক্তব্য ভাই, সমালোচকরা তাদের সমালোচনা করে যাবে,আমরা আমাদের কাজ করে যাব।

কারন এখানে যে সব আমরা আমরাইতো।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss