নাজমুল, সালাম
কেমন আছ?
তোমার ছেলেরা কে কোন ক্লাস এ আছে?
তোমাদের সবার সাথে কাটানো আমার দিনের ঐ সময়টুকু স্বর্গীয়৷
অনেক fun হোলো সেদিন, মনে কিছু রেখো না....কিন্তু ছেলে আমার চাই.....
নাজমুল, আমার মেয়েরা আমার জানের টুকরা ৷ প্রাত্যহিক জীবনে, অফিস, ঘরকন্যার কাজ শেষে যে টুকু সময় পাই পুরোটা আমার মেয়েদের নিয়ে কাটে ৷ ওদের পড়াশোনা, খেলাধুলায় অংশগ্রহন, আরবী পড়া, cooking, gardening, শেখানো, friday night এ, একসাথে movie দেখা, গান শোনা, আরো যত fun করা যায়...কোনটা বাদ রাখি না৷ ...তখন বোঝা দায় যে আমরা কে মা আর কে মেয়ে...
আমি আমার ছোটবেলা থেকে uni পর্যন্ত এতোটাই studius ছিলাম যে, একটা বাচ্চা মেয়ের বড় হওয়া দেখা আমার সৌভাগ্য হয় নি৷ মাঝে মাঝে রুমকি আর বুড়ি কে দেখেছি ওদের সময়ে, ওদের মতন করে খেলতে৷
বাচ্চারা বড় হয়ে যায়, সময়ের হিসাব মেলানো দায়..
কিন্ত বেলাশেষে জীবন অনেক সুন্দর... যতটা মনের মাধুরী মিশিয়ে তুমি মুহূর্ত গুলোকে সাজিয়ে ও নিজের মতন করে ধরে রাখতে পারো৷
আমার মেয়েদের জন্য ভালো ছেলে খুঁজে বের কর,
মামা হিসেবে তোমাকে একটা কাজ দিলাম.....
রেবা আপা
No comments:
Post a Comment