কলোনির কাউকে মনে হয় ওইদিনের অবস্থার বিবরন দিতে হবে না,
কারন সবাই জানেন সারাদিন রাত আবহাওয়ার কি অবস্থা ছিল,
কিন্তু আমার কাছে ওই দিনের একটা ঘটনা আলাদা করে মনে থাকবে সারাজীবন। ওই ঘটনা মনে হলে এখনো অবাক হই।
আমার দেখা আজ
পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ঘটনা,
আমাদের বাসা তখন ছিল
F/2 নিচতলা। সিগন্যাল বাড়তে বাড়তে ১০ নাম্বার বিপদ সংকেত হয়ে গেলো,
সন্ধ্যার পর বাতাস শুরু হল,
আস্তে আস্তে বাড়তে লাগলো,
রাত ১২ টার পরে প্রচন্ড ঝড় তুফান,
আমরা বাসায় মোম জালিয়ে বসে আছি আর বাতাসের তাণ্ডব দেখছি। বিল্ডিং এর আঙ্কেলরা মাঝে মধ্যে একবাসা থেকে আরেক বাসায় যাচ্ছেন,
তারা নিজেরাও বোধহয় বুঝতে পারছিলেননা আসলে কি করা দরকার। মুখে সবাই বলছেন
“ আরে কিছু হবে না,
১০ নাম্বার সিগন্যাল তাই ঝড় হচ্ছে”
কিন্তু সবাই আতঙ্কে আছেন।
এমন সময় হটাৎ চিল্লা চিল্লি শুরু করে দিলেন,
“ পানি চলে আসছে,
তাড়াতাড়ি উপরে চলে যান
“ আসলেই পানি চলে এসেছে,
পায়ের গোড়ালী পানিতে চুবে গেছে,
তাড়া তাড়ি আব্বা শুধু দরজাটা বন্ধ করে আমাদেরকে নিয়ে দোতলায় দিকে চললেন,
সিড়ি পর্যন্ত যেতে যেতে পানি হাটু সমান
!!! যাই হোক সহি সালামতে নিচতলার সবাই দোতলায় উঠে গেলো। সবাই অবাক,
আমিতো আরো বেশি অবাক
!! কি দেখছি এইটা
!! মনে হচ্ছে সমুদ্রের মাঝে আছি
!! সবাই বারান্দায় হাটা হাটি করছে আর বলা বলি করছে পানি বোধহয় দোতলা পর্যন্ত উঠে যাবে। সবাই দোয়া দুরুদ পরতেছে আর থৈ থৈ পানির দিকে তাকিয়ে আছে।
No comments:
Post a Comment