Wednesday, September 2, 2015

মন খারাপ করার কিছুই নেই


আজকে মনে হচ্ছে আমাদের গ্রুপের পরিবেশ টা একটু ভারী বা গম্ভীর হয়ে আছে, আসলে টলি ভাইএর কবিতা কিংবা রেজা ভাইএর পোষ্ট আমাদের একটু বিষন্ন করে তুলেছে । মন খারাপ করার কিছুই নেই, আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে ভালবাসা বা সৌহার্দ আগের চেয়ে আরো বেড়েছে, যে রেজা ভাইয়ের সাথে কোলোনি তে সারাদিন ও একটা কথা হোত কিনা সন্দেহ আছে, সেই Anisur Rahman রেজা ভাই আমার এখন অনেক কাছের, টলি ভাইএর সাথে আমার কলোনি তে কোনদিন কথা হয় নি সে টলি ভাইকে মনে হচ্ছে কত পরিচিত , Sony Khan আপার সাথে আমার কোন পরিচয় ছিলোনা, তিনিও এখন আমার আপনজন, এমন অনেক উদাহরণ আছে, সো আমাদের বিষন্নতার কিছু নেই, হতাশ হওয়ার ও কিছু নেই, আমরা আবারও জেগে উঠবো, Moin Khan টলি ভাই আপনাকে কে বলেছে স্টিল মিল কলোনি নেই, সব ই আছে, আমাদের সবার মনের মাঝে। সবাই চলে আসুন ট্যাংকির নিচে, কিংবা পুকুর পাড়, বড় মাঠ, আমরা সি টাইপ মাঠেও বসতে পারি, আতিক কাক্কুর সাথে কথা হয়েছে,উনি আর আমাদের কিছু বলবেননা, ঠিক না Taskin Ashiq,
তাড়াতাড়ি চলে আসুন আজ জম্পেস আড্ডা হবে, দেখি কে কারে কত পচাইতে পারে , Riman Babu মামা রেডি হও।


Reajul Islam Shahin ভাই আপনার চশমা ঠিক্ক মত রাইখেন। Md MD Younus তুই ভাল হয়ে যা, Mamunur Rashid রাশেদ মরাইয়া তাড়াতাড়ি আয়, ডাব পারা লাগবে, Nazmul Huda ভাই আমিএখনো বড় হই নাই। Jashim Uddin ভাই, আপ্নারে আর কি বলবো, আপনি তো আমার দুলাভাই হোন। Mdnurul Kabir ভাই জান আপনি তো আবারheart open মানে দিল খোলা মানুষ। আর দেরী নয় সবাই চলে আসুন। Iftee Nomi কিছু মজার গল্প রেডি করতো। Monirul Islam Monir অই ডাকাত সরদার তুই কই। Raju R B Siddique তুই MOhammad Sharif Uddin Masum রে বল এবার যাতে ভুয়া জিনিস না দেয়। Ahsanul Tarique তাড়াতাড়ি আসো, কালকে বড় মাঠে ম্যাচ আছে।
Mohammad Mohammad Nazrul Mahmudur Rashid Pulak সব রেডি কর। জমজমাট আড্ডা হবে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss