Monday, September 28, 2015

"খোলা চিঠি"

- Mahabub Rasel

লেডিস & জেন্টেল CSM,

আমরা আসলে কি মিস করি? আমাদের গর্ব কি? CSM কলোনি, নাকি CSM কলোনির মানুষজন ? আমরা সবাই যদি CSM কলোনির না হয়ে অন্য কোন কলোনির হতাম, ধরে নেন আমাদের কলোনির নাম ছিলো " ভুতের কলোনি", তাহলে কি আমাদের মন মানুষিকতা অন্য রকম হত ? আমারতো তা মনে হয় না কারন আমরাই CSM কলোনির পরিবেশকে এমন ভাবে বানিয়েছিলাম যার কারনে আমরা CSM কলোনিকে মিস করি গর্ব করি


আমরা যেখানেই থাকতাম আমাদের কারনে পরিবেশটা এমনটাই হতো যেমনটা CSM কলোনি তে আমরা ছিলাম আমাদের বাবা-মা, খালাম্মা-কাকা, স্যার-ম্যাডাম, বড়ভাই-ছোট ভাই আমরা সবাই যদি আবার একটা কলোনিতে একসাথে থাকি আমি জানি আমার সেই CSM কলোনি আবার ফিরে আসবে, তা যেখানেই হোক এখানে আমরা সবাই যে সৃতিগুলো শেয়ার করি, আড্ডা দেই অন্য কোন কলোনি হলেও এই ঘটনা গুলোই ঘটতো এই জসীম ভাই টাঙ্কির গোড়ায় না হয়ে হয়তো অন্য কোথাও চিল্লা চিল্লি করে সবার ঘুমের ব্যাঘাত ঘটাতো, আতিক কাকাও আমাদের পিছে পিছে লেগে থাকতো


অতএব আমরা আসলে মিস করি আমাদের কলোনির মানুষদেরকে, আমাদের গর্বও তারাই কারন আমাদেরকে CSM কলোনি এমন বানায় নাই, আমরাই CSM কলোনিকে এমন বানিয়েছি, এই কথায় কারো দ্বিমত আছে ?

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss