আজকে পত্রিকায় পড়লাম এখন নাকি রাগী মানুষদের সময়।তারা যা খুশি তা করতে পারেন।অথচ ছোটবেলায় এই জিনিসটা আমি করতে পারতাম না। এখনো পারিনা। রাগ অনুরাগ বিষয়ে কিছু কথা প্রচলিত আছে।যেমন, মানুষ নাকি তার আপন মানুষের উপর রাগ করে কিংবা রাগের বিপরীতে অনুরাগ লুকিয়ে থাকে।জানিনা কথাগুলো কতটা সত্য।আমার উপর কেউ রাগ দেখালে ব্যাপারটা চুপচাপ সয়ে যাই।তবে একটা কথা না বলে পারছিনা যে কাছের মানুষের সাথে কেউ রাগ করেনা, যেটা করে সেটা অভিমান।রাগের ফল ভোগ করতে হয় অন্য কাউকে কিন্তু অভিমানের কষ্ট অভিমানীকে নিজে পেতে হয় যেটা হয়ত আশেপাশের অনেকে টের পায় না।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment