Wednesday, October 21, 2015

“সিক্স মিলিয়ন ডলার ম্যান” (তারেক)



আমাদের স্টীলার- আমাদের সবার স্বপ্নের নায়ক- “সিক্স মিলিয়ন ডলার ম্যান” (তারেক) এর উদ্দেশ্যে-
কিশোর বয়সে আমার স্বপ্নের নায়ক ছিলো-“সিক্স মিলিয়ন ডলার ম্যান”। তার স্লো মশান পদ্ধতিতে সে অনেক অসম্ভব কে সম্ভব করে ফেলতো। আমার বিভিন্ন চুরির ঘটনায় আমি (স্লো মশান পদ্ধতির বিশ্বাস) ব্যবহার করে কামিয়াব হইয়াছি।

আমার বিশ্বাস প্রায় 517 জন স্টীলার এর দোয়া ও সহযোগীতায়-আমাদের ছোট ভাই তারেক সিক্স মিলিয়ন ডলার ম্যান কে ও ছাড়িয়ে যাবে।

মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। পারে না বলেই বন কেটে হয় বসত। ধীরে ধীরে গড়ে উঠে সমাজ। সুখে দুঃখে, বিপদ আপদে এক অন্যের সাথী হয়। সুখের অনুভূতি অন্যের কাছে প্রকাশ করার মধ্যেই আনন্দ। তা না হলে হাজার সুখেও সুখ হয় না। দামী দামী শাড়ী, গহনায় নারীদেহের সৌন্দর্য বৃদ্ধি যত না হয়, তার চেয়ে অনেক বেশি হয় বিত্তের বিজ্ঞপ্তি। ঐশ্বর্য শুধু থাকলেই হয় না- তা যদি অপরে না দেখলো, তাহলে সুখ কোথায়...?


দুখের বেলায় ও ঠিক তেমনি। অন্যের কাছে ব্যক্ত করলে সাহায্য সহানুভূতি না মিললেও মনের বোঝাটা হালকা হয় অনেক খানি। যে সমাজে একজনের সুখ-দুঃখে অন্য জন অংশ নেয় না, তা যতই সমৃদ্ধ হোক, সম্পূর্ন সুস্থ নয়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে।

আশাই মানুষকে বাচিয়ে রাখে। অভাব, অনটন, দুঃখ ও নানা সমস্যায় জর্জরীত হয়েও মানুষ আশা করে, এক দিন সু দিন আসবে এবং সব সমস্যার সমাধান হবে। 

 

মজার ব্যাপার হলো,-মৃত্যু পথযাত্রী রুগীও মনে মনে আশা করে সে দিব্যি সেরে উঠবে, ডাক্তার তাকে না জবাব দিলেও সে আশা ছাড়ে না। সে কবিরাজি, হেকিমী এমনকি পানি পড়া পর্যন্ত বিশ্বাস করে।
কয়েকদিন হাসপাতালে যেয়ে আমি যা বুঝলাম- আমাদের “সিক্স মিলিয়ন ডলার ম্যান” তো ষাট ভাগই সুস্থ। আর চল্লিশ ভাগের -বিশ ভাগ হলো – আধূনিক চিকিৎসা যেটা চলছে, আর বাকি বিশ ভাগ হলো মণোবল এবং ফিজিও থেরাপি।

তাই আমি আমার স্টীলার ছোট ও বড় ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো- তারেকের মনোবল বাড়ানোর জন্য ফোন করে আমরা তাকে মনোবল বাড়ানোর বিভিন্ন টিপস্ দিবো এবং প্রতি এক ঘন্টা অন্তর অন্তর ব্যায়াম করেছে কি না খবর নিবো। কারণ, ফিজিও থেরাপি টা তার সুস্থ হওয়ার মূল মন্ত্র। এই মেসেজ টা সবার কাছে পৌছানোর জন্য ফেসবুকে আমাকে আবার লিখতে হলো।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss