- Mahabub Rasel
আতিক ভাই খুব সুন্দর করে "বিব্রত - ১" লিখেছিলেন, আতিক ভাইয়ের এই কথাগুলো কয়জনের মনে আছে জানি না, তাই এখন তার একটা ছোট্ট ২য় পর্ব দিলাম smile emoticon
যখন দেশে ছিলাম, তখন ক্যাবল অপেরেটররা ( আমাদের ভাষায়, ডিস লাইনে ) তাদের নিজস্ব চ্যানেলে সুন্দর সুন্দর বাংলা / ইংলিশ / হিন্দি সিনেমা চালাতো, মাঝে মধ্যে দারুন দারুন নাটকও চালাতো। ভালোই লাগতো দেখতে কারন, বেশীরভাগ সময় বাছাই করা সিনেমা বা নাটক ছিলো সেগুলো। তার উপরে কোন বিজ্ঞাপন ছাড়া একটানা দেখা যেত, তাই দেখে মজা পাওয়া যেত। তাই টেলিভিশন অন করলেই সবার আগে ক্যাবল অপারেটরদের এই চ্যানেলে দেখে নিতাম, এখন কি সিনেমা বা নাটক চলছে ।
কিন্তু ক্যাবল অপারেটরদের এত দারুন আয়োজনটা কিন্তু সবচেয়ে বিরক্তির এবং বিড়ম্বনার কারনও ছিলো । যেমন মোশারফ করিমের খুব সুন্দর একটা নাটক চলছে, ঘরের সবাই মিলে উপভোগ করছি, এমন সময় বিকট শব্দে ভেসে এলো ...
" চিকন সাস্থ্য মোটা করুন............................................................ !!!"
" দাম্পত্ত কলহ নিয়ে চিন্তিত ? ......................................................!!!! "
" .................................... মত শক্তিশালী হোন , এক ফাইল'ই যথেষ্ট !!!!!!!!!"
কয়েকদিন পর থেকে সিনেমা বা নাটক চলা অবস্থায় ২৪ X ৭ নিউজ চ্যানেলের মত করে নিচে এই এ্যাডগুলো চলতে থাকলো !!!!!!
এই কারনে এই চ্যানেলের প্রতি আগ্রহ কমতে থাকলো frown emoticon
এখনো এই এ্যাডগুলো চলে কিনা জানি না !!! হা হা হা
মেজাজটা এত খারাপ হত তখন বলার মত না !!!
আমার প্রিয় ক্যাবল অপেরাটদের এই চ্যানেলের মত, এখন ফেসবুকে ঢুকলেই সবার আগে চেক করি CSM Colony পেজে এখন কি কি পোষ্ট আছে । grin emoticon
আতিক ভাই খুব সুন্দর করে "বিব্রত - ১" লিখেছিলেন, আতিক ভাইয়ের এই কথাগুলো কয়জনের মনে আছে জানি না, তাই এখন তার একটা ছোট্ট ২য় পর্ব দিলাম smile emoticon
যখন দেশে ছিলাম, তখন ক্যাবল অপেরেটররা ( আমাদের ভাষায়, ডিস লাইনে ) তাদের নিজস্ব চ্যানেলে সুন্দর সুন্দর বাংলা / ইংলিশ / হিন্দি সিনেমা চালাতো, মাঝে মধ্যে দারুন দারুন নাটকও চালাতো। ভালোই লাগতো দেখতে কারন, বেশীরভাগ সময় বাছাই করা সিনেমা বা নাটক ছিলো সেগুলো। তার উপরে কোন বিজ্ঞাপন ছাড়া একটানা দেখা যেত, তাই দেখে মজা পাওয়া যেত। তাই টেলিভিশন অন করলেই সবার আগে ক্যাবল অপারেটরদের এই চ্যানেলে দেখে নিতাম, এখন কি সিনেমা বা নাটক চলছে ।
কিন্তু ক্যাবল অপারেটরদের এত দারুন আয়োজনটা কিন্তু সবচেয়ে বিরক্তির এবং বিড়ম্বনার কারনও ছিলো । যেমন মোশারফ করিমের খুব সুন্দর একটা নাটক চলছে, ঘরের সবাই মিলে উপভোগ করছি, এমন সময় বিকট শব্দে ভেসে এলো ...
" চিকন সাস্থ্য মোটা করুন............................................................ !!!"
" দাম্পত্ত কলহ নিয়ে চিন্তিত ? ......................................................!!!! "
" .................................... মত শক্তিশালী হোন , এক ফাইল'ই যথেষ্ট !!!!!!!!!"
কয়েকদিন পর থেকে সিনেমা বা নাটক চলা অবস্থায় ২৪ X ৭ নিউজ চ্যানেলের মত করে নিচে এই এ্যাডগুলো চলতে থাকলো !!!!!!
এই কারনে এই চ্যানেলের প্রতি আগ্রহ কমতে থাকলো frown emoticon
এখনো এই এ্যাডগুলো চলে কিনা জানি না !!! হা হা হা
মেজাজটা এত খারাপ হত তখন বলার মত না !!!
আমার প্রিয় ক্যাবল অপেরাটদের এই চ্যানেলের মত, এখন ফেসবুকে ঢুকলেই সবার আগে চেক করি CSM Colony পেজে এখন কি কি পোষ্ট আছে । grin emoticon
No comments:
Post a Comment