অনেকেই আতিক চাচা (আমি নই কিন্তু, সিকিউরিটি অফিসার) এর মজার কাহিনি জানতে চায়, আসলে উনার সাথে কোন মজার কিছু নেই, আছে শুধু ঝামেলার কাহিনী সি টাইপ মাঠে খেলা নিয়া উনার সাথে আমাদের অনেক ঝামেলা হয়েছে (আর এ ব্যাপারে উস্কানি দিতো উনার পাশের বাসার.. ..... সাহেব)। সে জন্য আতিক চাচা কে অনেক হেনস্তা পোহাতে হয়েছে। অবশেষ উনি সমঝোতা করতে চাইতেন। সমঝোতা হতো উনার বাসায়, আর আমাদের পক্ষ থেকে চশমা অপু ভাই নেত্রিত্ত দিতেন।
উনি অই সমঝ্যোতা মিটিং র আমাদের পক্ষ হতে দারুন সব বক্তব্য রাখতেন, অপু ভাইয়ের যুক্তির কাছে আতিক সাহেব ধরাশায়ী হতেন। মিটিং শেষ হলে ছিল চাচির (আতিক সাহেবের স্ত্রী) হাতের বিভিন্ন পদের নাস্তা। আমরা খেয়ে ও আসতাম নিয়েও আসতাম। আসলে অই মিটিং এর প্রধান আকষন ছিল এই নাস্তা।
কিছুদিন ভাল থাকার পর আবারো ঝামেলা। আবারো মিতিং আবারো অপু ভাই আবার সুস্বাদু নাস্তা। এ ভাবে চলত।
এতো ঝামেলার পর ও যদি আমার স্টিল মিল কলোনি কে ফিরে পেতাম আবার!!!!!!
ও উনার আবার এক টা বিখ্যাত ডায়ালগ ছিল
" এরে এক্কেরে মারি তামা তামা করিয়ালামু"
No comments:
Post a Comment