Wednesday, December 23, 2015

তবুও এরা ষ্টিলার


ষ্টীলার দের পরের জেনারেশন কখনো ষ্টীলমিলের হুইসাল শুনতে পায়নি কখনো হক স্যার এর বেধরক মাইর সহ্য করতে হবে না, কখনো পুকুরপারে বসে আড্ডা মারতে পারবেনা , কখনো অবিনাশ স্যারের ভয়ে কাপতে হবে না । পানির ট্যাঙ্কির নিচে অনেক ষ্টিলারের হারিয়ে যাওয়া গল্প হয়তো এরা কখনো খুজতে যাবেনা। তবুও এরা ষ্টিলার , আমাদের মতো এদেরও অদৃশ্য বাধনে জড়ানোর প্রবনতা আছে। 

কিছু দিন আগে ৯৯ ব্যাচের সালাউদ্দিন এর কাছে শুনেছি তার ফ্রেন্ড আসিফের বাবু সাল্লু রে দেখে ঝাপিয়ে পরে। এই পিচ্চি ষ্টিলার কখনো অন্য কাউরে দেখলে এই রকম আচরন করে না , হয়তো বাবুটা ষ্টিলার এর গন্ধ পেয়েছিল । আমার ভাইয়ার ছোট ছেলের নাম ওয়াসিক কাল তাঞ্জিনা বলল পিচ্চি ষ্টিলার এর নাম ওয়াসি। মিতু ভাই জানালো শেলি ভাইয়ার বাবুর নাম ওয়াসিফ, মিল এইখানেই শেষ হয়েছে মনে করলে ভুল করবেন । 


পরাগ ভাইয়ার বাবুর নাম ও রাখা হয়েছে ওয়াসিফ । শিখা আপার ছেলের নাম তাহসিন আর মনু ভাইয়ার ছেলের নাম মুহতাহসিন । টিপু ভাইয়ার (৯৫ ব্যাচ ) মেয়ের নাম নামিরা আর আমি নমি , আমার ফ্রেন্ড কাজি আমারে বলেই রেখেছে ওর ছেলে হলে নাম রাখবে ইফতি নমি । আমাদের মিলে মিশে থাকার গল্প সারা জীবন বলেও শেষ করা যায় না । এরা কি তাহলে আমাদের রেখে আসা পালস শুনতে শুরু করেছে ,যার প্রথম স্টেপ টা নাম দিয়ে শুরু হলো ......


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss