আজ পয়লা জানুয়ারি, গত রাতের সি টাইপ মাঠের আমাদের নববর্ষ উৎসব শেষ, মাঝরাতেই অধিকাংশরা যার যার বাসায় চলে গিয়েছে, আমি, দুলি,রানা রাশেদ, রিমান লিটন, বুড়া মিয়া, রাজু, মনিরুল সহ আরো কয়েক জন সারা রাত জেগে ছিলাম, খুব ভোরে প্যান্ডেল খুলছি, হোটেল খাজা আজমিরে ( বাজার গেটের সাথেই) সকালের নাস্তা করছি আর পিকনিকের যাবতীয় হিসাব, খরচ গুলো আপডেট করছি। তারপর যার যার বাসায় চলে গেলাম, গিয়ে লম্বা ঘুম। বিকালে ঘুম থেকে উঠে ক্লান্ত ও ঢুলো ঢুলো চোখে আবারো বন্ধুরা মিলে আড্ডা আর বিষয় বস্তু হচ্ছে গতরাতের পিকনিকের চর্বিত চর্বন।
মনের টাইম মেশিনে চড়ে একটু পিছনে ঘুরে আসলাম।
No comments:
Post a Comment