Wednesday, January 27, 2016

”কি করি আজ ভেবে না পাই টাইপ” আনন্দ


প্রতিটি ছোট বড় ভাই খুব ব্যস্ত,যখনই কাউকে ফোন করি দেখা যাচ্ছে যে সে আড্ডা সংক্রান্ত কাজে দৌড়ের উপর আছে। বড়ই আনন্দদায়ক ব্যাপার।”কি করি আজ ভেবে না পাই টাইপ” আনন্দ।

১৭/১৮ বছর আগে কে কোথায় ছড়িয়ে পড়েছে আর আজ আবার এক সাথে হচ্ছে ভাবতেই অন্যরকম অনূভূতি জাগে। এতাগুলো মানুষকে এক সাথে করার জন্য সবাই বিশেষ করে চট্টগ্রামে অবস্থানরত ভাইয়েরা যেভাবে সকাল থেকে রাত পর্য্্যন্ত এই শীতের মধ্যে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। সে তুলনায় আমরা যারা ঢাকা বা অন্য জেলায় অবস্থান করছি তারা অনেকটা ঈদের ছুটির আমেজে রয়েছি। 


এখন শুধু চট্টগ্রাম রওয়ানা দেওয়া।সময় অসময়ে এমন কি রাতদুপুরে ফোন দিয়ে অনেক কে বিরক্ত করেছি অথচ সবাই হাসিমুখে আমাদের এ অত্যাচার মেনে নিয়েছে। চট্টগ্রামের হোটেল রিজার্ভেশনের জন্য েআমাদের ছোট ভাইটিকে ফোন দিয়ে বারবার বিরক্ত করা সহ আরো আনুসাংগিক কাজ দিয়ে তাদের অনবরত বিরক্ত করেছি, কিন্ত তাদের মধ্যে কোন বিরক্তির লেশ মাত্র দেখা যায়নি বরং উৎসব মুখর ভাব নিয়ে আমাদের কাজ গুলো করে দিয়েছে। সকালে যখন অফিসে আসছিলাম তখন আরেক ছোট ভাই ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নিলো, কে কিভাবে আসছে , কে কোথায় থাকবে ইত্যাদি ইত্যাদি। এ মমতা এ ভালোবাসা, শ্রদ্ধা আর কোথায় পাবো। পাবো শুধু আমার সিএসএম-তে।

কাজ করতে গিয়ে আমাদের মধ্যে মত পার্থ্যক্য, মতভেদ হয়ত হয়েছে এবং যে কোন কাজ করতে গেলে এটা ছিলো এবং থাকবেই, তবে আমরা মূল জায়গায় সবাই এক। ”আমরা ষ্টীলার”।

আমাদের এ আড্ডা যেনো শেষ আড্ডা না হয়, এটা দিয়ে শুরু হলো, এ আয়োজন চলতে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss