Saturday, February 20, 2016

সময় টা ১৯৯১ এর বন্যার পর পর


সময় টা ১৯৯১ এর বন্যার পর পর।আমি ক্লাস থ্রি তে।আমাদের বাংলা ব্যাকরণ ও রচনা ক্লাস নিতেন টিপু ভাইয়ের মা, নাজমা আপা।আপার ক্লাস ছিল টিফিনের পর।

প্রতিদিন সাধাসিধা ভাবে আপা ক্লাস নিতে আসতেন।হল্লা, চিতকার, চেঁচামেচি এগুলা পছন্দ করতেন না।তাই বলে রেগে থাকতেন তাও নয়।বুঝিয়ে বলতেন।আমাদের ক্লাসে নাজিমও ছিল।ও ছিল খুব শান্ত।ক্লাসে হৈ হূল্লোড় করত না।এজন্য নাজমা ওর একটা নামও দিয়েছিলেন। ক্লাসে বেশি দুষ্টামি বা বাঁদরামি করলে আপা একটা কথা বলতেন প্রায়ই,সেটা হল- "শোন, শুধু লেখাপড়ায় ভাল হলেই হয় না,স্বভাব-চরিত্র এগুলো ভাল হতে হয়।যে ছেলে শুধু ছাত্র হিসেবে ভাল কিন্তু ব্যবহার জানেনা,বেয়াদবি করে তাকে আমি কখনোই ভাল বলিনা। কেউ হয়ত লেখাপড়ায় ভাল নাও হতে পারে কিন্তু যখন তার চরিত্র সন্তোষজনক হয় তখন সবাই তাকে ভাল বলে" তখন আপাকে খুশি করার জন্য পিরিটন সিরাপের মত মাথা ঝাঁকালেও মনে মনে ভাবতাম, পড়া শিখলে সাত খুন মাফ। আদব কায়দা এগুলা বই আর বড়দের ব্যাপার। 

কিন্তু এখন এ সময়ে এসে মনে হয়, নাজমা আপার কথা গুলো যেন পুরো টাই সত্য।পড়াশোনায় ভাল হবার কারণে কারো হয়ত ভাল শিক্ষাপ্রতিষ্ঠান এর ডিগ্রী থাকতে পারে,কিন্তু ভাল ব্যবহার, চরিত্র এগুলোর কাছে ওই ডিগ্রী কে মাঝে মাঝে হার মানতে হয়।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss