Sunday, April 24, 2016

শিরোনামহীন


২০১০ সালের ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলি। প্রথম দিকে কিছু ভুল চিকিৎসা শারীরিকভাবে প্রতিবন্ধী আমাকে অর্থনৈতিক ভাবেও প্রতিবন্ধী করে দেয়। 

সেই সময় থেকে আজ অব্দি আমার দুঃসময়ের ছায়াসংগী হয়ে রয়েছে আমার স্কুল জীবনের সহপাঠী বন্ধুরা। তারা সেই সময় একরকম ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধ ঘোষনা করে আমাকে উন্নত চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য।

এর মাঝে বন্ধুরা ছাড়া সিএসএম এর এক বড় ভাই আমার ও আমার পরিবারের দুরাবস্তার কথা জানতে পেরে আমার পাশে দাড়ায় বিশাল হৃদয় নিয়ে।

এভাবেই কাটতে থাকে আমার দিনকাল।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমাদের সিএসএম কলোনীর অনেকের সাথে অনেকের যোগাযোগ গড়ে উঠে একসময় সিএসএম কলোনী নামে একটা ফেসবুক গ্রুপ তৈরী হলে আমরা সবাই ফিরে পাই আমাদের হারিয়ে যাওয়া সেই কলোনীকে। আমার অসুস্থতারর কথা জানতে পারে অনেকেই। একদিন এক বড় ভাই গ্রুপে আমার চিকিৎসা সহায়তা চেয়ে একটা পোস্ট দেয়। কল্পনাতীত ভাবে দেশ বিদেশে অবস্থানরত সব ছোট বড় ভাই বোন বন্ধুরা সারা দিয়ে নিরলস ভাবে কাজ করে বিশাল এক ফান্ড তৈরী করে। আমাকে চিকিৎসারর জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে পরীক্ষানিরীক্ষার জন্য পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। অনেক রকম অসুখ ধরা পরে পরীক্ষায়। শুরু হয় দীর্ঘমেয়াদী চিকিৎসা। পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল সেখান থেকে কমিউনিটি হাসপাতাল দীর্ঘ চার মাস এসব হাসপালতালে চিকিৎসা চলে ডাঃ এর পরামর্শে। কিছুটা সুস্থ হলে ডাঃ পরামর্শ দেয় কিছু দিনের জন্য বাড়ীতে যেয়ে কিছু অনুশীলন অব্যাহত রাখার জন্য সেই অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। আবার চিকিৎসার জন্য খুব শীঘ্রই ঢাকা নিয়ে যাওয়ার জন্য আমার চিকিৎসার উদ্দোকতা সব ভাইরা ব্যবস্থা গ্রহন করেছে। আমার দুঃসময়ে পাশে দাঁড়ানো বন্ধু ছোট বড় ভাই বোন কাউকে কখনো লৌকিকতা করে ধন্যবাদ জানাই নাই জানানোর প্রয়োজন ও মনে করি না কারন আমরা সিএসএম বাসীরা মনে করি আমরা একটা পরিবার। পরিবারের লোকদের ধন্যবাদ দাওয়া আমাদের দেশের সামাজিকতায় এটা অচল। অন্তরে যে কৃতজ্ঞতা বোধ জাগে সে কৃতজ্ঞতা বোধ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া কাজ করে।

সিএসএম বাসী যে কারো দুঃসময়ে সিএসএম বাসী ভাইবোনদের একে অপরের পাশে দাড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে এই কামনা সিএসএম বাসী সবাই করে।

সিএসএম কলোনীর সবার মাঝে ভাতৃত্বের বন্ধন অটুট থাকুক এই কামনা করি। 
আল্লাহ যেন আমার ভাই বোন বন্ধুদের আমাকে সুস্থ করে তোলার চেষ্টা কে সার্থক করে সবার কাছে এই দোয়া চাই।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss