আসুন আমরা সবাই মজা করি। সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ভাই বোনেরা মিলে আনন্দ করতে চাই, মজা করতে চাই। আর যারা লিখতে পারেন তারা লিখতে থাকেন। আমরা যারা লাইক / কমেন্টস দেই তারা সবাই আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বো। আপনার যা মন চায় তা আপনি লিখতে পারবেন। গল্প, উপন্যাস, ভ্রমন কাহিনি যা মন চায়। তবে লেখা হতে আপনার কিংবা আপনার সম্পর্কিত। লিখার সময় একটি বিষয়ে লক্ষ্য রাখবেন আপনার লেখা থেকে যেন কেউ কষ্ট না পায় কিংবা কারো মনে যেন আঘাত না করে। আজকে যদি একজনকে আপনি আঘাত করেন, আরেকদিন সে সুযোগের অপেক্ষায় আপনাকে আঘাত করার জন্য। কি দরকার কাউকে আঘাত করার? আমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে চুপ করে থাকবো। প্রয়োজনে তার পোষ্টে লাইক / কমেন্টস করবো না। তারপরেও কেউ যদি আমাকে বা আপনাকে আঘাত করে তাহলে আমরা সিনিয়র ভাইদেরকে (যার সাথে আমার/আপনার ভাল সম্পর্ক) যে কোন উপায়ে বিষয়টি অবগত করবো। আমি বিশ্বাস করি আমাদের ভাই বোনদের সাময়িক ভুল বুঝাবুঝি তা অচিরেই ঠিক হয়ে যাবে। কারন আমরা আমরাইতো। তাই আমি সকল ভাই বোন/ ভাগিনা / ভাগিনিকে আবারো আহ্বান জানাই আসুন আমরা প্রান খুলে মজা করি। আমরা সকল ভাই বোন সিএসএম বন্ধনে আবদ্ধ হই।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment