Monday, May 2, 2016

আসুন আমরা সবাই মজা করি


আসুন আমরা সবাই মজা করি। সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ভাই বোনেরা মিলে আনন্দ করতে চাই, মজা করতে চাই। আর যারা লিখতে পারেন তারা লিখতে থাকেন। আমরা যারা লাইক / কমেন্টস দেই তারা সবাই আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বো। আপনার যা মন চায় তা আপনি লিখতে পারবেন। গল্প, উপন্যাস, ভ্রমন কাহিনি যা মন চায়। তবে লেখা হতে আপনার কিংবা আপনার সম্পর্কিত। লিখার সময় একটি বিষয়ে লক্ষ্য রাখবেন আপনার লেখা থেকে যেন কেউ কষ্ট না পায় কিংবা কারো মনে যেন আঘাত না করে। আজকে যদি একজনকে আপনি আঘাত করেন, আরেকদিন সে সুযোগের অপেক্ষায় আপনাকে আঘাত করার জন্য। কি দরকার কাউকে আঘাত করার? আমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে চুপ করে থাকবো। প্রয়োজনে তার পোষ্টে লাইক / কমেন্টস করবো না। তারপরেও কেউ যদি আমাকে বা আপনাকে আঘাত করে তাহলে আমরা সিনিয়র ভাইদেরকে (যার সাথে আমার/আপনার ভাল সম্পর্ক) যে কোন উপায়ে বিষয়টি অবগত করবো। আমি বিশ্বাস করি আমাদের ভাই বোনদের সাময়িক ভুল বুঝাবুঝি তা অচিরেই ঠিক হয়ে যাবে। কারন আমরা আমরাইতো। তাই আমি সকল ভাই বোন/ ভাগিনা / ভাগিনিকে আবারো আহ্বান জানাই আসুন আমরা প্রান খুলে মজা করি। আমরা সকল ভাই বোন সিএসএম বন্ধনে আবদ্ধ হই।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss