সিএসএম নিয়ে অনেক কিছু করার চিন্তা ছিল।সবাই মিলে ছোট একটা জায়গায় একসাথে থাকার,হয়তো হবে,হয়তো হবে না,সেটা আল্লাহ জানেন।আমি কি আগের মত হতে পারবো কিনা বুঝতে ছি না।
তারপর ও একটা কথা বলি সবাই এক থাকিয়েন।হয়তো আমি বোকা,বেশী কথা বলি,আপনাদের মাঝে মাঝে বেশী বিরক্ত করি।তারপর বলবো সবই যে বন্ধন তৈরী করছেন, তা যেন ছোট- খাট মান অভিমানে নষ্ট না হয়।
আমি সিএসএম এর সকলের আমার প্রতি ভালবাসায় মুগ্ধ।আমি চাইবো এটা যেন সব সময় থাকে।
No comments:
Post a Comment