Monday, May 9, 2016

যখন স্টিল মিল কলোনীর বাসায় ছিলাম


যখন স্টিল মিল কলোনীর বাসায় ছিলাম,বাসার বারান্দা থেকে এয়ারপোর্টে নামতে থাকা বা উঠতে থাকা প্লেনগুলো খুব কাছাকাছি দেখা যেত । রাতের আকাশে লাল সবুজ বাতি জ্বালিয়ে বুম বুম করে চলে যাওয়া প্লেনগুলো এই ছোট্ট আমি মুগ্ধ চোখে দেখতাম,অবাক হতাম আর ভাবতাম প্লেনগুলোর ভেতরের মানুষগুলো কি আমাদের দেখতে পায়??
বাসার ভেতর থেকে মা ডেকে বলতেন,"তরু,এক্ষুনি পড়তে বোসো"
বিরস মনে পড়ার টেবিলে যেতে যেতে ভাবতাম একদিন অনেক বড় হবো,পড়ালেখা থাকবেনা, তখন সারারাত বারান্দায় বসে শুধু প্লেন দেখবো...

স্টীল মিল কলোনীর সেই বাসা ছেড়ে এসে আজ ৯বছর । 
এখন অনেক বড়ও হয়েছি,যতটুকু বড় হলে সবাই বড় বলে গন্য করে-ততটুকু...
অবসরও থাকে বেশ । কিন্তু প্লেন দেখা হয়না আর । বিশাল বিশাল দালানকোঠা,সশব্দে এগিয়ে চলা হরেক রকম যানবাহন আর রাতের আঁধারকে হার মানানো দানব ফ্ল্যাশলাইটগুলোর এই যান্ত্রিক শহরে ঠিকঠাক আকাশটাই দেখা হয়না আজকাল ।
আজ আকাশে ক'টা তারা উঠলো,তারাগুলোর কি নাম দেয়া যায়, প্লেনগুলোর মানুষগুলো কেমন- এসব কিচ্ছু ভাবা হয়না আর ।
অবসর কাটে মুভি দেখে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মানুষের শো অফ দেখে ।
ছেলেবেলা কেটে গেলো,সাথে সাথে সব ইনোসেন্ট সুখগুলো ও যেন নিয়ে গেলো ।
বিকেলে মাঠে একটু বেশিক্ষন খেলতে পারা বা রাতে বারান্দার গ্রীল ধরে দাঁড়িয়ে একটু বেশিক্ষন প্লেন দেখতে পারা- কি অল্পতেই না মন হেসে উঠতো ।

কিচ্ছু হয়না এখন আর । কিচ্ছুনা । আজ বহুদিন পর ছাদে উঠে হা করে প্লেন দেখতে দেখতে ভাবছি
বড় হয়ে কি খুব অপরাধ করে ফেললাম??
Now I know why some people say,
"Don't grow up,it's a trap"!!!!!

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss