Thursday, June 23, 2016

আগামিকাল আসছো তো সবাই সি এস এম ইফতার পাটি তে


আগামিকাল আসছো তো সবাই সি এস এম ইফতার পাটি তে।আগ্রাবাদ বাদামতলি জামান্স এ, ভুল করে ৭ টায় কেউ আসবে না , ভুল করে হলে ও ৫টার আগে এসে নিজ নিজ আসন গ্রহন করবে, এই প্রত্যাশা রইলো।

২০১৬ সালের এই রমজান আর ইফতার পাটি আর পাবে না, না এলে কি করবেন বুজে দেখেন ।এখন মর্জি বা ইচ্ছা একান্ত আপনার।তোমার, তোর।যে যেভাবে নিবেন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss