আজ নাকি (রোববার) তথাকথিত বাবা দিবস। এগুলো হচ্ছে পশ্চিমা দের বাণিজ্যিক ভণ্ডামি। লক্ষ্য করুন, কোন নির্দিষ্ট তারিখ নয়, মে মাসের দ্বিতীয় রোববার হচ্ছে মা দিবস আর জুন মাসের তৃতীয় রোববার হচ্ছে বাবা দিবস। রোববার হলো পশ্চিমা বিশ্বের সাপ্তাহিক ছুটি। তাই এইসকল তথাকথিত দিবস গুলো তারা ছুটির দিন রোববার ফালায় যাতে করে এই দিনে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবার সাথে ফুল ফলমূল উপহার সামগ্রী নিয়ে একদিনের আনুষ্ঠানিক দেখা সাক্ষাৎ করে সারা বছরের দায় মোচন করা যায়।আর এসব দিবসে আরো ঘুটা দেয় প্রাশ্চাত্যের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আর পালে বাতাস দেয় দেশি বিদেশী কিছু মিডিয়া।
আমাদের সংস্কৃতিতে এসব আদিখ্যেতা মোটেও মানায় না। বছরের সারাটি দিনই আমাদের কাছে মা বাবা দিবস।
( সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত)
No comments:
Post a Comment