তারিকের সাথে ঈদের দিনটিতে ঢাকা মেডিকেলে আমাদের আড্ডা। ঈদ উপলক্ষে মেডিকেল থেকে দেওয়া বিশেষ খাবার তারিককে বুঝিয়ে দিচ্ছেন KPS (খাবার পরিবেশন সংস্থা)'র প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রিপন আখতারুজ্জামান।
আর আমাদের আনিত খাবারের মধ্যে ছিল চুটকি সেমাই, পায়েস, খিচুড়ি, পোলাও, চালের রুটি, জর্দা, চটপটি, গরুর গোস্ত, মুরগীর গোস্ত, কোল্ড ড্রিংক্স, মিস্টি পান ইত্যাদি।

No comments:
Post a Comment