Saturday, July 9, 2016

একটা গোলাপি পাঞ্জাবী


একটা গোলাপি পাঞ্জাবী। পাঞ্জাবীটাও সুন্দর। পাঞ্জাবীটা বসে বসে দেখছি। কেটে ফেলবো নাকি পাঞ্জাবীর হাতাটা!! অর্ধেক হাত কাটলেই একটা চমৎকার ফতুয়া হয়ে যাবে!! নিচে নেমে একটা কেচি কিনে নিয়ে আসলে কেমন হয়?? নাহ কাজটা ঠিক হবেনা। আদর করে ছোট ভাইকে একটা পাঞ্জাবী দিয়েছে, বড় ভালোবেসে দিয়েছে, এই পাঞ্জাবীর হাত কেটে ফতু বানানোটা অমানবিক কাজ হবে। তারিককে পাঞ্জাবীটা খুব মানিয়েছে। আরে দেখতে হবেনা পাঞ্জাবীটা কে দিয়েছে!?? ঈদ মোবারক "গোলাপী পাঞ্জাবী"। ঈদ মোবারক জেরিন রিপা। ভালোবাসা রইলো এই ছোট বোনটির প্রতি।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss