কলেজে উঠে ক্লাস পালায় নি এমন ছাত্র,ছাত্রী খুব কম আছে। সম্ভবত এই কারনেই কলেজের প্রতি ক্লাসে রোল কল হত। আমি ত প্রথমে ঢাকায় ভিকারুন্নিসা কলেজে পড়েছি পরে চিটাগাং গেলাম। এখানে পড়ার সময়ে মাঝে মাঝে ক্লাস পালাতাম। আমাদের এখানে সিট রোলিং হয় প্রতিদিন। আমাদের যে রুমটাতে ক্লাস হত সেই রুমের দুইটা দরজা ছিল। আমরা ছিলাম ১২১ জন ছাত্রি। তো সিট রোলিং করে করে যে দুই দিন আমি দরজার পাশে বসতাম সেই দুই দিন নাম প্রেজেন্ট করেই পালাতাম।তবে হ্যা সব ক্লাস না,বা প্রতিদিন না। পালিয়ে আমরা বেশি কোথাও ত যেতে পারতাম না। কারন স্কুলের দিকে যাওয়া নিষেধ ছিল। বড়জোর আমরা অডিটোরিয়ামের ভিতরে যে ড্রেসিংরুম যেটা ছিল ওখানে বসে থাকতাম। এলাম চিটাগাং। এখানে এসে প্রথম দিকে পুরা ক্লাস করতাম মনোযোগ দিয়ে আর ওটা ছিল ছেলেদের সাথে প্রথম একসাথে ক্লাস করা। খুব অস্বস্তি লাগত বলে পড়ালেখাই করতাম। কিছুদিন পর আবার ক্লাস পালানো শুরু করলাম। এবারের স্বাধিনতা আলাদা,কারন বিশাল ক্যাম্পাস, চাইলেও ধরা খাবার সম্ভাবনা নাই। একদিন ক্লাস ফাকি দিয়ে গেলাম মিতুর (sister of Abdullah Al Mamun অপু ভাই) ক্লাসে। পিছনে বসে সমানে আমি আর মিতু স্যার কে নকল করছিলাম। স্যারের নাম ছিল something পাটোয়ারী। উনি নিজের নাম বলতেন ফাটোয়ারি। এরকম নানা কিছু মনে হচ্ছে আর কি। কি দিন পার করেছি।
যে কারনে এই গল্প তা হল আমি ঠিক করেছি আমার এই গ্রুপের সবার নাম ত পুলকের কাছে আছেই, একটা হাজিরা খাতা বানাবো আর প্রতিদিন নাম ডাকবো। কারন ক্লাসে ছাত্র ছাত্রী সং্খ্যা কম পাচ্ছি। নিশ্চিত হবার জন্য এই কাজটা করব যে উনারা আছেন। কলেজিয়েট, নন কলেজিয়েট বা ডিস কলেজিয়েট মনে আছে? প্রতিদিন যারা উপস্থিত থাকবে বুঝব তারা আমাদের ভালবাসে আর বাকিরা বাসে না। So Mahmudur Rashid Pulak get me your list and all my dear brothers and sisters get ready to respond to your names. তাসকিন, ইফতি,নিয়াজ,তাম্বুরা,সিমকা,টিটু ভাই,মঈন ভাই,আতিক,শায়লা।বাকি নাম আসছে।
No comments:
Post a Comment