Thursday, October 8, 2015

“ গর্ব “


“তারেক” জাস্ট একটা নাম, এর চেয়ে বড় কথা হলো তিনি একজন মানুষ, এটাকে আরো ভালো করে বলতে গেলে, তিনি আমাদের স্টিল মিলস কলোনির একজন মানুষ, বড় ভাই, কারো ছোট ভাই, অনেকের দোস্ত। অনেকেই আছে যারা তারেক ভাইকে শুধু নামেই চিনে, কেউ স্কুল এর অনুষ্ঠানে গিটার বাদক হিসাবে, বেশীর ভাগই ফুটবল খেলাতে গোল কিপার হিসাবে চিনে। তারেক ভাই কলোনি থেকে বের হয়ে যাবার আগ পর্যন্ত যারা কলোনিতে ছিলো সবাই তাকে চিনে বিভিন্ন ভাবে। কলোনির যাদের সাথে কখনো তার কথা হয় নাই তারাও তাকে চিনে, এমনটা শুধু তারেক ভাইয়ের বেলায় না, আমার বেলাতেও এমন, সবার বেলাতেই ঠিক এমনই। কারন কলোনি এমন একটা জায়গা ছিলো সবাই সবাইকে চিনতো, কথা হোক বা না হোক।



তারেক ভাইয়ের ব্যাপারটা কে কিভাবে জানেন জানি না, অথবা আদৌ জানতেন কিনা তাও আমি জানি না, কিন্তু কলোনির বেশিরভাগ মানুষই জানে তার ফ্রেন্ডস ব্যাচ-৯৪ এর মাধ্যমে, কারন তারা প্রায় সময় তারেক ভাইয়ের এই আকস্মিক দুর্ঘটনার ব্যাপারটা সামনে নিয়ে আসতেন, যেভাবে পারতেন কিছু কালেক্ট করার চেষ্টা করতেন, পোস্টার ছাপিয়ে, “তারেক ফান্ড” নামে বাক্স বানিয়ে বিভিন্ন ভাবে বছরের পর বছর করতেন, এমনকি এখনো করছেন। এইটা আসলে হেল্প বললে ভুল হবে, এইটা অনেক বড় মানসিকতা, অন্তত একজনের প্রতি দায়িত্ব পালন, এর প্রতিদানে তাদের কিছুই চাওয়ার ছিলো না। আমরা ৯৬ ও ৯৭ এর অনেকেই ৯৪ ব্যাচ এর সাথে ক্লোজ ছিলাম বলেই আমরা কিছু কিছু জানতাম।

এখানে আমরা কয়জন আছি যারা প্রতি মাসে দুরের কথা, বছরে এই ধরনের দায়িত্ব পালন করি? কিন্তু তারা করে গেছেন, ব্যক্তিগত জীবনে তারা যেমনই হোকনা কেন, অন্তত এই ব্যাপারে তাদের এই ধরনের উদার, ধৈর্যশীল মন মানুষীকতার জন্য আমরা অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ দিব। ফ্রেন্ডস, বড়ভাই, ছোট ভাই বা কলোনির মানুষ হিসেবে তারেক ভাইকে কিছুটা ভালো রাখার জন্য এত বছর ধরে তাদের এই ছোট / বড় চলমান প্রচেষ্টা এবং তাদের এই মন মানসিকতাকে কোনভাবেই হালকা করে দেখার অবকাশ নেই। এটাই আমাদের কলোনি, এটাই আমাদের কলোনি কেমন ছিলো তার আরেকটা অন্যতম দৃষ্টান্ত । এমনটা আপনারা কেউ আগে দেখে থাকলে জানাবেন।
ফ্রেন্ডস সবারই আছে কিন্তু এমন পাওয়াটা ভাগ্য, এর বাহিরেও অনেকেই বিভিন্ন ভাবে হয়তো আছেন, এখানে আমি যাদের কথা জানি তাদের কথা বললাম, এর বাহিরে কেউ থাকলে জানাবেন প্লিজ। আমরা আসলেই তাদের সাথে পরিচিত হতে চাই।

Shuvo Hassan ( শুভ ভাই-৯৪ ব্যাচ), Monirul Islam Khan Liton ( লিটন ভাই-৯৪ ব্যাচ ), Nazmul Haque ( জুয়েল ভাই-৯৪ ব্যাচ), Abdur Rahman ( আজাদ ভাই-৯৪ ব্যাচ ), Ramjan Ali Khan Majlish ( রমজান ভাই-৯৪ ব্যাচ ), Samee Sam ( সোহেল ভাই- ৯৪ ব্যাচ ) Riton Moniruzzaman (লানা ভাই- ৯৪ ব্যাচ) লিটন মহাজন, আজাদ ভাই ( সম্ভবত ৮৯ ব্যাচ) জাকারিয়া ভাই - 94 ব্যাচ, ইসমাইল ভাই – ৯৪ ব্যাচ, সৈয়দ আহমেদ – ৯৪ ব্যাচ, মোহাম্মাদ সালাউদ্দিন – ৯৪ ব্যাচ, ডাঃ রিমু, ডাঃ আনজুমান আরা, ম্যাথিউ - ৯৪ ব্যাচ, জামশেদ সোহেল- ৯৪ ব্যাচ, টিটু ভাই- ৯৪ ব্যাচ, মিল্টন ভাই- ৯৪ ব্যাচ, বিশ্বনাথ সরকার – ৯৪ ব্যাচ, সিরাজ ভাই ( ভাই ভাই বেকারী, ৯৪ ব্যাচ), বাছির ভাই- ৯৪ ব্যাচ, রাশেদ ( চৌধুরী -৯৬ ব্যাচ ) , এমনকি সাইফুল শিবলু - ৯৯-ব্যাচ
আমরা আসলেই গর্বিত, আমরা স্টিল মিলস কলোনির ছেলে, এখন যারা এই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ আমাদের মন মানসিকতার আরো বড় উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। হয়তোবা আমাকেও যদি এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হত, তাহলে হয়তো আমার জন্যও অনেকেই এভাবে এগিয়ে আসতেন।

“ আল্লাহ্ আমাদের কলোনির সকলের সহায় হন “
এই পোষ্টারটা তাদের করা অনেকগুলো চেষ্টার একটা অংশ ছিল।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss