কলোনিতে থাকা অবস্থায় অনেক আনন্দ
করে সিনেমা দেখতে
যেতাম ঘরের সবাই
মিলে, অন্যান্য সিনেমার কথা তেমন একটা
মনে পড়ে না,
তবে ঘরের সবাই
মিলে সর্বশেষ যে
সিনেমাটা দেখেছিলাম ওইটা
মনে আছে। বনানী কম্পলেক্স সিনেমা হল, ওরে
বাপরে!!! সিনেমা হলেতো আসি নাই, মনে
হচ্ছিলো যেন, কোন
মেলায় এসেছি!!!
আমার
জীবনে আমি আর
কখনো এইরকম ভীড়
দেখি নাই সিনেমা হলে সিনেমা দেখার জন্য!!!
সিনেমার কাহিনী, গান বা কোন
কিছুই মনে নাই,
কিন্তু এই জমজমাট ভীড়ের কথাটাই শুধু মনে
আছে, আর
সিনেমার নামটা মনে
আছে। আমার মনে
হয় এখানের বেশীরভাগ'ই কলোনিতে থাকা অবস্থায়'ই
পরিবারের সবাই মিলে
সিনেমা দেখেছিলেন।
ঘরের
সবাই মিলে এই
সিনেমাটা দেখে নাই,
এমন খুব কম
পাওয়া যাবে। সেই ফিলটা
কেমন ছিলো আমার
মনে হয় যারা
পরিবারের সবাই মিলে
হলে গিয়ে সিনেমা দেখে নাই তারা বুঝবে
না।
পরিবারের সবাই মিলে আমি সর্বশেষ দেখেছিলাম,
"সত্য-মিথ্যা"
No comments:
Post a Comment