আল্লাহ চাইলে কাল তারিক শিফট করবে। খুব মিস করব প্রথমদিন দলবেধে রাস্তার পাশে দাড়িয়ে চা,পান খাওয়া (আরিফ আমাকে পান কিনে দিয়েছিল),এরপর রফিক আসলে পরে সব মিলে স্টারে চা পরটা খেতে যাওয়া,নাজমুল ভাইদের স্টেশনে ড্রপ করা,অনেকের সাথে দেখা হওয়া, রুমে গলা ফাটিয়ে চিতকার করে কথা বলা আর মাঝেমাঝেই attendant দের ঝাড়ি খাওয়া যে আস্তে কথা বলেন।
যার ফলাফল আরো জোরে কথা বলা,এক বেডে চাপাচাপি করে বা বাই রোটেশন বসা,নিচে গার্ড দের সাথে খাবার নিতে চাওয়ার জন্য ঝগড়া সব যেন মধুর। কি অসাধারন সব ছেলেমেয়েদের সাথে পরিচয়, কত নাম বলবো, চেস্টা করি একটু। আতিক,জাবেদ,শায়লা আমার টুনটুনি, আপেল,নাসের,মনির,কাজি,রিপক,শুভ,তার বউ,টিপু,পুলক,নাজমুল ভাই,জসিম ভাই,রিপন ভাই,সনি আপা,স্নিগ্ধাপা,রুবি,সামি,চাচা, চাচি, আরিফ,একরামুল ভাই কত বলবো। কাল দেখব মঈন ভাই,বিথীকে।খুব উত্তেজনায় কাটছে দিন। কেন এদের সাথে আগে কথা হয়নি তার জন্য খুব আফসোস লাগে। ইফতির নাম বলতে ভুলে গেছি,এই ফাজিল্টা তার নাম না দেখলেই তার চ্যানেল নিয়ে বাসায় চলে আসত আরেকটু হলেই। সব কটা একেকজন রত্ন। সবাইকে আমি খুব ভালবাসিরে।
No comments:
Post a Comment