Monday, November 9, 2015

চার বা সাড়ে চার বছর বয়সে



চার বা সাড়ে চার বছর বয়সে সি-টাইপের তিনতলার বাসার বারান্দায় ন্যাংটু হয়ে নেচে নেচে গান গাচ্ছিলাম আমি।দোতলায় আশিক ভাই(৯৫-ব্যাচ)এর আম্মা রান্না ঘরে যাবার পথে আমাকে ঐ অবস্থায় দেখে মুচকি হাসতে হাসতে চলে যান। আর আমি লজ্জায়(!?) নিজের ইজ্জতের বাকিটুকু নিয়ে দৌড়ে রুমের ভিতর চলে যাই!! পরবর্তীতে চাচী আমার আম্মাজানকে বলেন," ভাবী, রাজীবকে গান শিখান "।চাচীর এই কথা শুনে আম্মা আমাকে চন্দন চাচীর কাছে গান শিখাতে নিয়ে যান এবং সেই থেকে আমার গান গাওয়ার শুরু।


চন্দন চাচী আমার দেখা সবচেয়ে অসাধারণ একজন মহিলা।এত্তো আদর করতেন আমাকে!!!!! সব আপুদের মাঝে পোলা আমি একটা বলে আমাকে "সূর্য" বলে ডাকতেন আর বলতেন," সূর্যের চারিদিকে যেমন গ্রহ-নক্ষত্র থাকে,বাকিরা সব গ্রহ;তুই সূর্য"। সৌরজগৎ সম্পর্কে ঐ বয়সে অতটা ধারণা না থাকলেও চাচীর স্নেহ-মমতা আর ভালোবাসার ব্যাপ্তি আর বিশালত্ব বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি। আমি আজীবনের ঋণী চাচীর কাছে,ঠিক যতটুকু আমার মায়ের কাছে আমাকে জন্ম দেওয়ার জন্য।

স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া ছাড়াও ব্রতচারীর গান গেয়েছি CSM এর স্টেজে।শান্তিবাবু স্যার অশান্তিতে থাকতেন আপুরা নাচে ভুল করলে বা আমরা গাইতে ভুল করলে। উৎসব উৎসব ভাব থাকতো স্কুলের বার্ষিক অনুষ্ঠানের সময়।অনেক জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি,কিন্তু স্কুলের সেইসব অনুষ্ঠানের মতো মজা বোধহয় আর কখনোই পাবো না। শান্তিবাবু স্যারের সাথে সাথে ব্রতচারী আর সেই আনন্দও আজ হারিয়ে গেছে।

স্কাউটিং করা শুরু করেছিলাম ক্লাস সিক্স থেকে। স্কুলের টিচারদের কাছে রানা ভাইয়ার গুডি বয় ইমেজের কারণে রানা ভাইয়ার ভাই হিসেবে স্কুলের টিচারদের স্নেহধন্য ছিলাম। স্কাউটিং করার কারনে পিটি স্যার( হামিদ স্যার)ভালো জানতেন। ১৯৯৯ সালে জীবনে প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়েছিলাম তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছ থেকে প্রেসিডেন্টস স্কাউটস এওয়ার্ড নিতে। হরতালের কারনে বাস না থাকায় টিকিট ছাড়া ট্রেনে চড়ে যেতে হয়েছিল। রাত ১১ টার ট্রেনে প্রচণ্ড ভিড়ে গাদাগাদি করে দাঁড়িয়ে ঢাকা গিয়েছিলাম সেইবার। সজীব ভাইয়া কোনরকমে স্যারের জন্য দোতলা সিটের দোতলায় একটা বসার জায়গার ব্যবস্থা করেছিলো। ট্রেনের লাইটের কাছাকাছি বসে দরদর করে ঘামতে থাকা স্যারের মুখ এখনো চোখে ভাসে।

২০১০-২০১২ পর্যন্ত SSF এ চাকুরীর সুবাদে বঙ্গভবনে গিয়েছি শতাধিকবার। ডিউটির কারনে সেখানে থেকেছি,খেয়েছি,রাত্রিযাপন করেছি।বঙ্গভবনের প্রতিটা ইঞ্চি আমার চেনা। কিন্তু, পিটি স্যারের সাথে ১৯৯৯ সালে প্রথমবারের মতো যাওয়ার যে অনুভূতি, তা অমূল্য।

আমি কৃতজ্ঞ আল্লাহ্‌র কাছে,আমাকে CSM এর মতো একটা পরিবার দিয়ে blessed করার জন্য। আমি কৃতজ্ঞ CSM পরিবারের কাছে;আমার ভিত্তিটা মজবুত করে তৈরি করে দেয়ার জন্য।আমি কৃতজ্ঞ CSM পরিবারের সবার কাছে;আমাকে সুন্দর একটা শৈশব উপহার দেয়ার জন্য।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss