Tuesday, November 17, 2015

বিয়ে নামক ফরজ কাজটার উপর কেন জড়িমানা গুনতে হবে জসিম ভাই??

- Samee Sam


বিয়ে নামক ফরজ কাজটার উপর কেন জড়িমানা গুনতে হবে জসিম ভাই?? যদিও তা মাত্র ৫ এর ডান পাশে দুইটা শূন্য।।

জসিম ভাইয়ের grand Adda-র পোস্ট টি পড়লাম। ভাইজান আমার খুবি সুন্দর করে বিবাহিত, অবিবাহিত সহ অন্যান্যদের টাকার পরিমান উল্লেখ করেছেন। আর অনেক সুন্দর করে bracket দিয়ে জড়িয়ে রেখেছেন।।

আজ থেকে প্রোগ্রামের দিন পর্যন্ত কেউ কি এই জড়িমানার ভাগীদার হতে চাও কিংবা যাদের সানাই বাজবে বাজবে অবস্থা তারা স্বল্প টাকার বিনিময়ে আমাদের (বিবাহিত/বিবাহিতাদের) কাতারে/লাইনে এসে দাঁড়াতে পারো।

বি:দ্র: এই সুযোগ সীমিত সময়ের জন্য। জসিম ভাই দিন, তারিখ, সময় সব উল্লেখ করে দিয়েছেন তোমাদের সুবিধার্থে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss