Tuesday, November 10, 2015

বিশেষ কিছু উপলক্ষ.....



উপলক্ষ ১) 
দুইজন করে আমাদের সেই চিরচেনা খুব্বি পরিচিত স্টীল মিলের খুব প্রিয় মানুষগুলোর সাথে অনেক অনেক বছর পর প্রায় ১৭/১৮ বছর আগে ছেড়ে আসা, হারিয়ে যাওয়া কিংবা অনেককে না চেনা সেই মানুষগুলোর সাথে দেখা হচ্ছে। সেটা মেডিকেলে হোক কিংবা কারো অফিসে অথবা রাস্তার কোন টি স্টলে। এর জন্য আমাদের এই CSM Colony গ্রুপের সব বড়-ছোট ভাই বোনদেরকে ধন্যবাদের সাথে সাথে আমার লাড্ডি তারেককেও ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় আর কিছুটা হলেও লাড্ডির উসিলাতেই আমরা একসাথে হয়েছিলাম। 


যাই হোক, মেডিকেলে যখন আমরা সবাই একসাথে তারেককে দেখতে যাই তখন সেটা ছোটখাট একটা গেট টুগেদার আর উৎসবে পরিনত হয়ে যায়। মেডিকেলের অন্য সব পেশেন্ট, এটেন্ডেন্স, ডাক্তার, রোগীরা ভাবে "১১৪ নম্বর কেবিনের পেশেন্ট নিশ্চয়ই VVIP পেশেন্ট"। হাহাহাহা.......

উপলক্ষ ২) 
এবার আসি GRAND ADDA'র কথায়। ২৯ জানুয়ারী আমরা ইনশা আল্লাহ সবাই একত্রিত হতে যাচ্ছি। আশা করবো সেই দিনটাতে সবাইকে একটা গন্ডির মধ্যে পাবো, দেখবো। ভাবতেই মনে আকুলি বিকুলি করছে আর মন বলছে "২৯ তারিখ বাবা তুই এতো দূরে কেন"? প্রতিটা মুহুর্তই ভাবছি সেই দিনটি কিভাবে কাটাবো??
এবার আসি উপসংহারে::: তারেক ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলো আর আমাদের সাথে প্রোগ্রামে জয়েন করলো। আমাদের সেই কাংখিত ২৯ তারিখের প্রোগ্রামও অনেক আনন্দ বিনোদনের মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু তারপর কি??
সবার কাছেই বিশাল বড় ধরনের একটা প্রশ্ন "তারপর কি"?
বড়াপার বড় মেয়ে ঊমামা মা, একটা পোস্ট করেছিল কয়েকদিন আগে "২৯ জানুয়ারীর প্রোগ্রাম শেষে সবার কান্নাকাটি দেখার অপেক্ষায় আছি" মা উমামা, কান্নাকাটি করবো কিনা জানিনা কিংবা এতোদিনের লুকানো সমস্ত আবেগ কন্ট্রোল করতে পারবো কিনা জানিনা।
তবে যাই হোক সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমরা সবাই এই প্লাটফর্মে এখন যেরকম আছি ঠিক সেরকম কিংবা তারচেয়েও আরো অনেক বেশী একে অপরের কাছাকাছি থাকবো। এটাই যেন আমাদের সবার প্রতিজ্ঞা হয়।।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss