অবশেষে বাসায় আসলাম। চিটাগাং ঘুরে এলাম। ১৯৯৯ এর পর এই প্রথম যাওয়া। সবার
আতিথিয়তা দেখে মুগ্ধ। কিভাবে ঋন শোধ করবো জানিনা। বাবুর বাসার খাবারে স্বাদ ভুলতে
পারছিনা। সুজনের রান্না ছিল সেরকম।গরুর মাংস,মাছভাজা আর ডাল। ক্ষিদে পেটে হুমহাম করে
খেয়েছি। গেলাম বাবুর বাসায় সেখানে আমার জন্য চমক ছিল মধুভাত। জিবনের প্রথম খেলাম,
দুইবার নিয়ে। এইটার credit Iftee Nomi। ওর মুখেই শোনা।
খাবার টেবিল ভরা খাবার। বাবুর বউ ডলি, বোন তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানিনা। তোমার রান্না শুটকি
ছিল অসাধারন।আমি খুব দ্রুত ডলিকে নাজমুল ভাইয়ের মাকে ফোন করবো রান্নাটা শিখতে।আর
জসিম ভাই আজ খুব জোর করছিলেন দুপুরে খাওয়াবেন। খুব শ্রদ্ধা নিয়ে রিফিউজ করলাম।কারন
সমরস্বল্পতা। কাল খেলাম সেন্ট মারটিন হোটেলে। গেলাম স্টিল মিল। আমার ইচ্ছার কথা
মুখ দিয়ে বের করতে সময় লেগেছে,আমাকে নিয়ে
যাওয়াতে দেরি করেনি। চা পরটাও খেলাম। নাজমুল ভাইদের বাসায় ছিল বিশাল যজ্ঞ। টেবিল
ভরা খাবার।
চিটাগাং এর রান্না শুটকি খেয়ে মনে হল এই স্বাদ খালি চাচির হাতেই থাকা
স্বভাবিক। কি যে মজা। কত বলবো। কমু,লিটন বিশাল দুই
প্যাকেট হাতে ধরিয়ে দিল বেলা বিস্কিট আর মেজবানি মশলার।আজ পান কিনে দিল সুজন। ওই
পরে গাড়িতে করে স্টেশনে দিয়ে আসলো। পুলক তার কাজ ফেলে আমাকে নিয়ে ঘুরেছে। নিয়ে গেল
আমাকে গানার্স ক্লাব দেখতে। প্রতিদিন যে ব্যস্ত সময় পার করলাম যে নিজেকে শেখ
হাসিনা টাইপ লাগছিল। আমার ভাই নেই,থাকলে হয়ত ওরাও
এমন আদর করত। gratitude জানানোর ভাষা
খুজে পাচ্ছিনা।
Missing u my brothers. লোভ ত জাগিয়ে দিলে। এখন মেয়েদের নিয়ে আসব আবার। আল্লাহ সবাইকে ভাল রাখুন।
My
special thanks to Smm Hossan Babu,Nazmul Huda Mohammed Kamar Uddin,Jashim Uddin
Mahmudur Rashid Suzan Hasnat
আর অবশ্যই লিটন,তোমার গাড়ি আমার কাজ সহজ করেছে। এরা সবাই এই কাজগুলা করে
কিন্তু এবারের উপলক্ষ আমি ছিলাম আর তা প্রান ভরে উপভোগ করেছি। last but not
in the least Tambourine Man,তুমি সাথে না থাকলে ওই
আপার বাসা খুজে বের করা হত না জিবনেও। আল্লাহ সবার মংগল করুন এই দোয়া করি।
No comments:
Post a Comment